বিএনপির স্থায়ী কমিটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বর্তমানঅ ন্তর্বর্তীকালীন সরকার জোর করে ক্ষমতায় আসেনি। জুলাই আগষ্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতা লাভের মাধ্যমে জনগণের সম্মতিতেই এই সরকার ক্ষমতায় এসেছে।
যেকোনো মূল্যে জুলাই আগষ্টের গণঅভ্যুত্থানের বিজয়ের ঐক্য ধরে রাখতে হবে। জাতীয় ঐক্য বিনষ্টের জন্য নানামুখী ষড়যন্ত্র চলছে। তিনি বলেন, দীর্ঘ সতেরো বছরের ফ্যাসিবাদী বিরোধী রক্তাক্ত আন্দোলন সংগ্রামের চ‚ড়ান্ত ধাপে ২০২৪ আমাদের ইতিহাসের একটি গৌরবময় অধ্যায়। আওয়ামী লীগের গুম,খুনের অধ্যায় শেষ। বিএনপির নেতা-কর্মীসহ অগণিত মানুষ গুম খুনের শিকার হয়েছেন। নতুন করে কোনো ফ্যাসিস্টের উত্থানের সুযোগ নেই।
আমরা দেশের সৌহার্দ্য ও সহযোগিতাপূর্ণরাজনৈতিক পরিবেশ নির্মাণ করতে চাই। দুর্নীতিমুক্ত প্রশাসন, স্বাধীন বিচার বিভাগ ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে স্বয়ংক্রিয় ও দক্ষ করে তোলার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। তিনি বলেন, মানুষ কী চায়, স্বৈরাচারের দ্রত বিচার করে জাতীয় নির্বাচন দিন।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ দীর্ঘ আড়াই দশক আমাদের সাথে আন্দোলনের অংশ ছিলো।
দীর্ঘ স্বৈরশাসনের পরে একটি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ মুক্ত হয়েছে। এখন সময় হলো
বাংলাদেশ গড়ার। আজ মঙ্গলবার রাজধানীর পল্টনের একটি হোটেলে জমিয়তে উলামায়ে ইসলাম
বাংলাদেশ আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির
সদস্য নজরুল ইসলাম খান এসব কথা বলেন।
জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা আব্দুর রহিম ইসলামাবাদীর সভাপতিত্বে এতে
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ১২ দলীয় জোট প্রধান ও জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা
জামাল হায়দার, এলডিপির মহাসচিব তমিজুদদ্দীন টিটু, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও ১২
দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা, বাংলাদেশ কল্যাণ পার্টি চেয়ারম্যান শামসুদ্দিন
পারভেজ, বাংলাদেশ লেবার পার্টি চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, জাগপা মহাসচিব অধ্যাপক
ইকবাল প্রধান, এবি পার্টি ভাইস চেয়ারম্যান লে. কর্নেল দিদারুল আলম, পিএনপি চেয়ারম্যান
মো. লিটন, ইসলামী ঐক্যজোট মহাসচিব অধ্যাপক আব্দুল করিম, জমিয়ত নির্বাহী সভাপতি
মাওলানা শহীদুল ইসলাম আনসারী, সহসভাপতি মুফতি আরিফ বিল্লাহ ঝিনাইদহ, মুফতি রেজাউল
করিম খুলনা, মাওলানা ফায়েক আহমদ, সিনি. যুগ্মমহাসচিব মাওলানা রশিদ বিন ওয়াক্কাস,
মাওলানা ওয়ালী উল্লাহ আরমান।
জমিয়ত মহাসচিব মাওলানা ডক্টর গোলাম মহিউদ্দিন ইকরাম বলেন, অবিলম্বে পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তার দোসরদের বিচার করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। দেশের মানুষ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছেন। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রত নির্বাচন দিন।