ঢাকা , মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
চবির চারুকলাকে মূল ক্যাম্পাসে স্থানান্তরের দাবিতে অবস্থান কর্মসূচি চট্টগ্রামে এবার ব্যাটারি রিক্সার গ্যারেজে গিয়ে অভিযান শেখ হাসিনাসহ পরিবারের ১০ সদস্যের ‘এনআইডি লকড’ সরাসরি ঢাকা-রিয়াদ ফ্লাইট চালু করল ইউএস-বাংলা বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ভবনের স্বীকৃতি পেল মসজিদুল হারাম মসজিদে নববীর ইমামকে মালদ্বীপে লালগালিচা অভ্যর্থনা হজ্বের নতুন বিধিমালা প্রকাশ করল সৌদি আফগানিস্তানের বাগলান প্রদেশে বিগত বছরে ৬ হাজার নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি গাজায় ৩০ হাজার তরুণ যোদ্ধা নিয়োগ: প্রতিরোধ শক্তির নতুন দিগন্ত আফগান বিমান বিশ্ববিদ্যালয় থেকে প্রশিক্ষণ সম্পন্ন করেছেন তালিবানের ১০ জন পাইলট

তিন মাস পর নাফ নদের ওপারে বিকট বিস্ফোরণ, কেঁপে উঠল টেকনাফ

দীর্ঘ প্রায় তিন মাসের বিরতির পর কক্সবাজারের টেকনাফের নাফ নদ সীমান্তের ওপারে মিয়ানমার অভ্যন্তর থেকে বিকট বিস্ফোরণের শব্দ ভেসে এসেছে। এতে ভূকম্পনের মতো কেঁপে উঠেছে বসতঘরসহ বিভিন্ন স্থাপনা, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া সীমান্তের ঠিক ওপারে মিয়ানমার অভ্যন্তরে দুটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়।

সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এনামুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রথম বিস্ফোরণের পর ৫ থেকে ১০ মিনিটের ব্যবধানে আরেকটি বিস্ফোরণ ঘটে।

ইউপি সদস্য এনামুল হক জানান, বিস্ফোরণের শব্দ এতটাই তীব্র ছিল যে এতে টেকনাফের বসতঘর ও স্থাপনায় ফাটল ধরেছে। স্থানীয়রা প্রথমে ভূমিকম্প ভেবে ভুল করলেও পরে বুঝতে পারেন এটি মিয়ানমারে সংঘটিত বোমা হামলা।

এ ঘটনায় সীমান্তবর্তী এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন জানান, ঘটনার পরপরই বিজিবি ও কোস্টগার্ডের সঙ্গে যোগাযোগ করে সীমান্তে টহল জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে গত বছরের ৬ ডিসেম্বর সীমান্তের ওপারে একই ধরনের বিস্ফোরণ ঘটে। দুই দিন পর ৮ ডিসেম্বর মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি রাখাইন রাজ্যের মংডু টাউনশিপসহ সীমান্তের অধিকাংশ এলাকায় পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করে আন্তর্জাতিক গণমাধ্যমে বিবৃতি দিয়েছিল। এরপর সীমান্তে কিছুটা শান্ত পরিস্থিতি বিরাজ করছিল।

জনপ্রিয়

চবির চারুকলাকে মূল ক্যাম্পাসে স্থানান্তরের দাবিতে অবস্থান কর্মসূচি

তিন মাস পর নাফ নদের ওপারে বিকট বিস্ফোরণ, কেঁপে উঠল টেকনাফ

প্রকাশিত: ০৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫

দীর্ঘ প্রায় তিন মাসের বিরতির পর কক্সবাজারের টেকনাফের নাফ নদ সীমান্তের ওপারে মিয়ানমার অভ্যন্তর থেকে বিকট বিস্ফোরণের শব্দ ভেসে এসেছে। এতে ভূকম্পনের মতো কেঁপে উঠেছে বসতঘরসহ বিভিন্ন স্থাপনা, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া সীমান্তের ঠিক ওপারে মিয়ানমার অভ্যন্তরে দুটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়।

সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এনামুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রথম বিস্ফোরণের পর ৫ থেকে ১০ মিনিটের ব্যবধানে আরেকটি বিস্ফোরণ ঘটে।

ইউপি সদস্য এনামুল হক জানান, বিস্ফোরণের শব্দ এতটাই তীব্র ছিল যে এতে টেকনাফের বসতঘর ও স্থাপনায় ফাটল ধরেছে। স্থানীয়রা প্রথমে ভূমিকম্প ভেবে ভুল করলেও পরে বুঝতে পারেন এটি মিয়ানমারে সংঘটিত বোমা হামলা।

এ ঘটনায় সীমান্তবর্তী এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন জানান, ঘটনার পরপরই বিজিবি ও কোস্টগার্ডের সঙ্গে যোগাযোগ করে সীমান্তে টহল জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে গত বছরের ৬ ডিসেম্বর সীমান্তের ওপারে একই ধরনের বিস্ফোরণ ঘটে। দুই দিন পর ৮ ডিসেম্বর মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি রাখাইন রাজ্যের মংডু টাউনশিপসহ সীমান্তের অধিকাংশ এলাকায় পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করে আন্তর্জাতিক গণমাধ্যমে বিবৃতি দিয়েছিল। এরপর সীমান্তে কিছুটা শান্ত পরিস্থিতি বিরাজ করছিল।