ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
বিডিআর হত্যাকাণ্ড: সহায়ক তথ্য আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি মালয়েশিয়ায় ১৬৫ বাংলাদেশিসহ ৫০৬ জন অভিবাসী আটক ইভ্যালির অর্থ আত্মসাৎ: গ্রাহকদের মানববন্ধন ও রাসেলের গ্রেফতারের দাবি কক্সবাজার-মহেশখালী রুটে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চালু হলো সি-ট্রাক সন্ত্রাসবিরোধী আইনের মামলায় শাহে আলম মুরাদ ও আনিসুর রহমান ৪ দিনের রিমান্ডে বিচারের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির চট্টগ্রামের চকবাজারে নালায় পড়ে ৬ মাসের শিশু নিখোঁজ ১৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আশঙ্কা: সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস কুয়াকাটায় শুরু হয়েছে রাখাইনদের প্রাচীন ‘জলকেলি’ উৎসব: মিলন, আত্মশুদ্ধি আর মানবিকতার বার্তা জুলাই আন্দোলনে শহীদ ইমনের মরদেহ উত্তোলন: আদালতের নির্দেশে নতুন তদন্তের সূচনা

সকল গুম-খুনের বিচার ঐক্যবদ্ধভাবেই করতে হবে: সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, সকল গুম-খুনের বিচার ঐক্যবদ্ধভাবেই করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, নিজেদের সামান্য স্বার্থের জন্য যেন কোনো অপরাধী ছাড় না পায়। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, ‘সেই ৫ আগস্ট খুনি হাসিনা জান নিয়ে পালিয়ে যাওয়ার পর আমরা বাংলাদেশ নিয়ে যে স্বপ্নগুলো দেখেছিলাম, তা বাস্তবায়ন করতে হলে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যে কোনো বিষয়ে আমাদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু দিনশেষে দেশের মানুষের মঙ্গলের জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি, যদি আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকে, আগামীর বাংলাদেশ হবে অপ্রতিরোধ্য।’

সারজিস আলম সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, ‘আমরা অনুরোধ করি, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা যেন দায়িত্ব পালন বাদ দিয়ে তোষামোদির রাজনীতিতে জড়িয়ে না পড়েন।’ তিনি বাংলাদেশ পুলিশের কথা উল্লেখ করে বলেন, ‘পুলিশ নামের প্রতিষ্ঠানটিকে খুনি হাসিনা ধ্বংস করে দিয়েছে। এই প্রতিষ্ঠান যেন তাদের হারানো গৌরব ফিরিয়ে আনে।’

তিনি আরও বলেন, ‘রাষ্ট্রীয় যত প্রতিষ্ঠান আছে, সবই খুনি হাসিনা নিজ হাতে ধ্বংস করে দিয়েছে। সরকারি কর্মচারীদের অনুরোধ, জনগণের কাছ থেকে ঘুষ নেবেন না। সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে এসব প্রতিষ্ঠান সংস্কার করতে হবে, যাতে সেখানে দেশ ও মানুষের জন্য কাজ করতে ইচ্ছুক লোকেরা বসেন।’

সারজিস আলম গুম-খুনের বিচারের বিষয়ে বলেন, ‘আমাদের মনে রাখতে হবে, আমাদের সামনে আহত যোদ্ধারা, গত ১৬ বছর ধরে লড়াই করা বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী ও নির্দলীয় ব্যক্তিরা বসে আছেন। সামনে আছেন শহীদ পরিবারের সদস্যরা। প্রতিটি গুম-খুনের বিচার যেন আমরা ঐক্যবদ্ধভাবে করি। নিজেদের সামান্য স্বার্থের জন্য যেন কোনো অপরাধী ছাড় না পায়। কোনো অপরাধীর জন্য সুপারিশ নিয়ে আমরা যেন থানায় না যাই। এই নতুন বাংলাদেশে এই ধ্বংসপ্রাপ্ত সিস্টেমগুলোর পরিবর্তন করতে হবে।’

অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। দলের আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলাম এবং সদস্য সচিব হিসেবে আখতার হোসেনের নাম ঘোষণা করা হয়। শহীদ মো. ইসমাইল হাসান রাব্বির বোন মিম আক্তার দলের নাম ঘোষণা করেন। তিনি বলেন, ‘আপনাদের মনে আছে- গত ৫ আগস্ট দুই বোনের কাঁধে ভাইয়ের লাশ; সে দুই বোনের মধ্যে আমি একজন। ইতিহাসে এমন ঘটনা ঘটেনি। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর ছাত্র-জনতার নেতৃত্বে রাজনৈতিক দলের নাম জাতীয় নাগরিক পার্টি ঘোষণা করছি।’

অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা, বাইবেল, ত্রিপিটক পাঠ এবং জাতীয় সংগীত গাওয়ার পর জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি এবং জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

বিডিআর হত্যাকাণ্ড: সহায়ক তথ্য আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি

সকল গুম-খুনের বিচার ঐক্যবদ্ধভাবেই করতে হবে: সারজিস

প্রকাশিত: ১১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, সকল গুম-খুনের বিচার ঐক্যবদ্ধভাবেই করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, নিজেদের সামান্য স্বার্থের জন্য যেন কোনো অপরাধী ছাড় না পায়। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, ‘সেই ৫ আগস্ট খুনি হাসিনা জান নিয়ে পালিয়ে যাওয়ার পর আমরা বাংলাদেশ নিয়ে যে স্বপ্নগুলো দেখেছিলাম, তা বাস্তবায়ন করতে হলে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যে কোনো বিষয়ে আমাদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু দিনশেষে দেশের মানুষের মঙ্গলের জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি, যদি আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকে, আগামীর বাংলাদেশ হবে অপ্রতিরোধ্য।’

সারজিস আলম সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, ‘আমরা অনুরোধ করি, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা যেন দায়িত্ব পালন বাদ দিয়ে তোষামোদির রাজনীতিতে জড়িয়ে না পড়েন।’ তিনি বাংলাদেশ পুলিশের কথা উল্লেখ করে বলেন, ‘পুলিশ নামের প্রতিষ্ঠানটিকে খুনি হাসিনা ধ্বংস করে দিয়েছে। এই প্রতিষ্ঠান যেন তাদের হারানো গৌরব ফিরিয়ে আনে।’

তিনি আরও বলেন, ‘রাষ্ট্রীয় যত প্রতিষ্ঠান আছে, সবই খুনি হাসিনা নিজ হাতে ধ্বংস করে দিয়েছে। সরকারি কর্মচারীদের অনুরোধ, জনগণের কাছ থেকে ঘুষ নেবেন না। সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে এসব প্রতিষ্ঠান সংস্কার করতে হবে, যাতে সেখানে দেশ ও মানুষের জন্য কাজ করতে ইচ্ছুক লোকেরা বসেন।’

সারজিস আলম গুম-খুনের বিচারের বিষয়ে বলেন, ‘আমাদের মনে রাখতে হবে, আমাদের সামনে আহত যোদ্ধারা, গত ১৬ বছর ধরে লড়াই করা বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী ও নির্দলীয় ব্যক্তিরা বসে আছেন। সামনে আছেন শহীদ পরিবারের সদস্যরা। প্রতিটি গুম-খুনের বিচার যেন আমরা ঐক্যবদ্ধভাবে করি। নিজেদের সামান্য স্বার্থের জন্য যেন কোনো অপরাধী ছাড় না পায়। কোনো অপরাধীর জন্য সুপারিশ নিয়ে আমরা যেন থানায় না যাই। এই নতুন বাংলাদেশে এই ধ্বংসপ্রাপ্ত সিস্টেমগুলোর পরিবর্তন করতে হবে।’

অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। দলের আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলাম এবং সদস্য সচিব হিসেবে আখতার হোসেনের নাম ঘোষণা করা হয়। শহীদ মো. ইসমাইল হাসান রাব্বির বোন মিম আক্তার দলের নাম ঘোষণা করেন। তিনি বলেন, ‘আপনাদের মনে আছে- গত ৫ আগস্ট দুই বোনের কাঁধে ভাইয়ের লাশ; সে দুই বোনের মধ্যে আমি একজন। ইতিহাসে এমন ঘটনা ঘটেনি। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর ছাত্র-জনতার নেতৃত্বে রাজনৈতিক দলের নাম জাতীয় নাগরিক পার্টি ঘোষণা করছি।’

অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা, বাইবেল, ত্রিপিটক পাঠ এবং জাতীয় সংগীত গাওয়ার পর জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি এবং জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধারা উপস্থিত ছিলেন।