রাজধানীর বনানী সৈনিক ক্লাবের পেছনে ট্রেনের ধাক্কায় আব্দুল হান্নান শেখ (৫৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে ওই ব্যক্তিকে শিক্ষার্থীরা মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেলের শিক্ষার্থী তাফিমুল ইসলাম তায়েম জানান, দুপুর দেড়টার দিকে সৈনিক ক্লাবের পেছনে ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। দ্রুত তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত বলে জানান।
নিহতের ছোট ভাই তারিকুল ইসলাম মিঠু জানান, তাদের বাড়ি পাবনার আতাইকুলা থানার পদ্মাবিলা গ্রামে। বাবার নাম আবু বকর শেখ। হান্নান বর্তমানে নর্দা কালাচাঁদপুর এলাকায় পরিবার নিয়ে থাকতেন। সাইনবোর্ডের ব্যবসা করতেন তিনি। বিকেলে ফোনের মাধ্যমে তার দুর্ঘটনার কথা জানতে পারেন স্বজনরা। তবে তিনি সৈনিক ক্লাবের পেছনে কেন গিয়েছিলেন তা জানাতে পারেননি কেউ।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।