ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইয়েমেনের রাস ঈসা বন্দরে নিহতের সংখ্যা বেড়ে ৮০, আহত ১৭১ দিলীপ ঘোষের বিয়ে ঘিরে প্রশ্ন: আরএসএস প্রচারকেরা কি বিয়ে করতে পারেন? সংগঠনটির প্রচারক ছিলেন মোদিও নিখোঁজের ১৪ ঘণ্টা পর চট্টগ্রামে শিশুর লাশ উদ্ধার টাঙ্গাইলে অবৈধ ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু শায়েস্তাগঞ্জে আগুনে পুড়ল ১৫ টি দোকান বিডিআর হত্যাকাণ্ড: সহায়ক তথ্য আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি মালয়েশিয়ায় ১৬৫ বাংলাদেশিসহ ৫০৬ জন অভিবাসী আটক ইভ্যালির অর্থ আত্মসাৎ: গ্রাহকদের মানববন্ধন ও রাসেলের গ্রেফতারের দাবি কক্সবাজার-মহেশখালী রুটে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চালু হলো সি-ট্রাক

কাবার সাবেক অতিথি ইমামের ইমামতিতে জুমার নামাজে লক্ষাধিক মুসল্লি

প্রথমবার বাংলাদেশে এসেছেন পবিত্র কাবা শরীফের সাবেক অতিথি ইমাম শায়েখ ড. হাসান বোখারী। শুক্রবার ১৭ (জানুয়ারি) ফেনীর দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের রঘুনাথপুর দারুল উলুম মহিউচ্ছুন্নাহ মাদ্রাসার দুই দিনব্যাপী ইসলামি মহাসম্মেলনে অংশ নিয়েছেন তিনি।

এদিন জুমার নামাজে ইমামতি করেন ড. হাসান বোখারী। এতে লক্ষাধিক মুসল্লি অংশ নিয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের মোহতামীম মাওলানা সালাহ উদ্দিন জাহাঙ্গীর।

শুক্রবার দুপুর ১টার দিকে কাবা শরীফের সাবেক অতিথি ইমাম শায়েখ ড. হাসান বোখারী হেলিকপ্টারযোগে এসে রঘুনাথপুর হাই স্কুল মাঠে নামেন। নামাজ আদায় শেষে তিনি আবার ঢাকায় ফিরে যান হেলিকপ্টারযোগে। বড় জামাতে এ ইমামের ইমামতিতে জুমার নামাজ আদায় করে আল্লাহর শুকরিয়া আদায় করেন মুসল্লিরা।

জুমার নামাজের খুতবায় কাবার সাবেক অতিথি ইমাম মুসলিম উম্মাহর শান্তি কামনা করে দোয়া করেন। জুমার খুতবায় তিনি পবিত্র কোরআন ও হাদিসকে আঁকড়ে ধরে মুসলিমদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানের একটি আকর্ষণ ছিল ইরান থেকে আগত ক্বারীর সুললিত কণ্ঠের ক্বেরাত তেলাওয়াত। এছাড়া ইসলামি সংগীত পরিবেশন করে কলরব শিল্পীগোষ্ঠীসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।

আয়োজক মাওলানা সালাহ উদ্দিন জাহাঙ্গীর জানান, ১০ বারের মতো এ মহাসম্মেলন অনুষ্ঠিত হলো। এবারের সম্মেলনে অন্তত লক্ষাধিক মুসল্লি অংশগ্রহণ করেন। একই সাথে জুমার নামাজও আদায় করেন।

১৬ ও ১৭ জানুয়ারি দুই দিনব্যাপী ইসলামি মহাসম্মেলনে সভাপতিত্ব করেন রঘুনাথপুর দারুল উলুম মহিউচ্ছুন্নাহ মাদরাসার প্রতিষ্ঠানের নায়েবে মুহতামীম মুফতি আহমাদুল্লাহ কাসেমী। এতে সৌদি আরবের মক্কার হারাম শরীফের প্রধান মুফতি শায়েখ মুহাম্মদ বিন মাতার আস-সেহলী, ভারতে দারুল উলুম দেওবন্দের হাদিস ও ফিকহ বিভাগের শিক্ষা সচিব শায়েখ আফজাল কাইমুরী, আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী, মুফতি শামীম মজুমদার, মাওলানা আশেকে এলাহী, সাদ সাইফুল্লাহ মাদানী, আব্দুল্লাহ আল সালেহী, মেরাজুল হক বয়ান করেন।

জনপ্রিয়

ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ

কাবার সাবেক অতিথি ইমামের ইমামতিতে জুমার নামাজে লক্ষাধিক মুসল্লি

প্রকাশিত: ০৭:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫

প্রথমবার বাংলাদেশে এসেছেন পবিত্র কাবা শরীফের সাবেক অতিথি ইমাম শায়েখ ড. হাসান বোখারী। শুক্রবার ১৭ (জানুয়ারি) ফেনীর দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের রঘুনাথপুর দারুল উলুম মহিউচ্ছুন্নাহ মাদ্রাসার দুই দিনব্যাপী ইসলামি মহাসম্মেলনে অংশ নিয়েছেন তিনি।

এদিন জুমার নামাজে ইমামতি করেন ড. হাসান বোখারী। এতে লক্ষাধিক মুসল্লি অংশ নিয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের মোহতামীম মাওলানা সালাহ উদ্দিন জাহাঙ্গীর।

শুক্রবার দুপুর ১টার দিকে কাবা শরীফের সাবেক অতিথি ইমাম শায়েখ ড. হাসান বোখারী হেলিকপ্টারযোগে এসে রঘুনাথপুর হাই স্কুল মাঠে নামেন। নামাজ আদায় শেষে তিনি আবার ঢাকায় ফিরে যান হেলিকপ্টারযোগে। বড় জামাতে এ ইমামের ইমামতিতে জুমার নামাজ আদায় করে আল্লাহর শুকরিয়া আদায় করেন মুসল্লিরা।

জুমার নামাজের খুতবায় কাবার সাবেক অতিথি ইমাম মুসলিম উম্মাহর শান্তি কামনা করে দোয়া করেন। জুমার খুতবায় তিনি পবিত্র কোরআন ও হাদিসকে আঁকড়ে ধরে মুসলিমদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানের একটি আকর্ষণ ছিল ইরান থেকে আগত ক্বারীর সুললিত কণ্ঠের ক্বেরাত তেলাওয়াত। এছাড়া ইসলামি সংগীত পরিবেশন করে কলরব শিল্পীগোষ্ঠীসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।

আয়োজক মাওলানা সালাহ উদ্দিন জাহাঙ্গীর জানান, ১০ বারের মতো এ মহাসম্মেলন অনুষ্ঠিত হলো। এবারের সম্মেলনে অন্তত লক্ষাধিক মুসল্লি অংশগ্রহণ করেন। একই সাথে জুমার নামাজও আদায় করেন।

১৬ ও ১৭ জানুয়ারি দুই দিনব্যাপী ইসলামি মহাসম্মেলনে সভাপতিত্ব করেন রঘুনাথপুর দারুল উলুম মহিউচ্ছুন্নাহ মাদরাসার প্রতিষ্ঠানের নায়েবে মুহতামীম মুফতি আহমাদুল্লাহ কাসেমী। এতে সৌদি আরবের মক্কার হারাম শরীফের প্রধান মুফতি শায়েখ মুহাম্মদ বিন মাতার আস-সেহলী, ভারতে দারুল উলুম দেওবন্দের হাদিস ও ফিকহ বিভাগের শিক্ষা সচিব শায়েখ আফজাল কাইমুরী, আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী, মুফতি শামীম মজুমদার, মাওলানা আশেকে এলাহী, সাদ সাইফুল্লাহ মাদানী, আব্দুল্লাহ আল সালেহী, মেরাজুল হক বয়ান করেন।