ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইয়েমেনের রাস ঈসা বন্দরে নিহতের সংখ্যা বেড়ে ৮০, আহত ১৭১ দিলীপ ঘোষের বিয়ে ঘিরে প্রশ্ন: আরএসএস প্রচারকেরা কি বিয়ে করতে পারেন? সংগঠনটির প্রচারক ছিলেন মোদিও নিখোঁজের ১৪ ঘণ্টা পর চট্টগ্রামে শিশুর লাশ উদ্ধার টাঙ্গাইলে অবৈধ ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু শায়েস্তাগঞ্জে আগুনে পুড়ল ১৫ টি দোকান বিডিআর হত্যাকাণ্ড: সহায়ক তথ্য আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি মালয়েশিয়ায় ১৬৫ বাংলাদেশিসহ ৫০৬ জন অভিবাসী আটক ইভ্যালির অর্থ আত্মসাৎ: গ্রাহকদের মানববন্ধন ও রাসেলের গ্রেফতারের দাবি কক্সবাজার-মহেশখালী রুটে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চালু হলো সি-ট্রাক

পটিয়ায় বিজয় দিবসের অনুষ্ঠানে ছাত্রদল কর্মীকে ছুরিকাঘাত

বিজয় দিবসে ব্যানার নিয়ে আভ্যন্তরীণ কোন্দলের জের ধরে চট্টগ্রামের পটিয়ায় ছাত্রদলের এক কর্মীকে ছুরিকাঘাত করেছে প্রতিপক্ষের আরেক কর্মী। সোমবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

 

আহত জিসান আহমেদ (১৯) কচুয়াই ইউনিয়ন ছাত্রদলের কর্মী ও ইউনিয়নের ৮নং ওয়াডের্র উত্তর শ্রীমাই গ্রামের নুরুল হকের ছেলে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, মহান বিজয় দিবস উপলক্ষে পটিয়া কলেজ গেটে বিএনপির দলীয় অফিসের সামনে বিএনপি ও এর অঙ্গ সংগঠন সমূহের আলোচনা সভা এবং বিজয় র্যলির আয়োজন ছিল।

 

কর্মসূচিতে অংশ নিতে কচুয়াই ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল সহকারে যাওয়ার পথে সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বনবিভাগ অফিসের সামনে কচুয়াই ইউনিয়ন ছাত্রদল কর্মী মিজান ও জিসানের মধ্যে কথাকাটাকটি হয়।

 

পরে এর জের ধরে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে মিজান তার ১০/১২ জন কর্মীকে নিয়ে জিসানকে ধাওয়া করে।

 

এ সময় সে দৌড়ে পালাতে গিয়ে পড়ে যায়। সেখানে মিজান ও তার সমর্থকরা জিসানকে কোমরে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে ছাত্রদলের নেতাকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

 

জিসানের ছুরিঘাতের ঘটনা স্বীকার করে কচুয়াই ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন মেম্বার জানান, ‘ইউনিয়ন ছাত্রদলের পদ প্রত্যাশীরা একটি ব্যানার নিয়ে ঘটনা ঘটিয়েছে। তবে এদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।’

 

পটিয়া থানার ওসি আবু জায়েদ মুহাম্মদ নাজমুন নুর বলেন, এক ছাত্র ছুরিকাঘাতের শিকার হয়েছে। ঘটনাটা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এখনো পর্যন্ত কোন ধরনের লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

জনপ্রিয়

ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ

পটিয়ায় বিজয় দিবসের অনুষ্ঠানে ছাত্রদল কর্মীকে ছুরিকাঘাত

প্রকাশিত: ১১:০৫ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪

বিজয় দিবসে ব্যানার নিয়ে আভ্যন্তরীণ কোন্দলের জের ধরে চট্টগ্রামের পটিয়ায় ছাত্রদলের এক কর্মীকে ছুরিকাঘাত করেছে প্রতিপক্ষের আরেক কর্মী। সোমবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

 

আহত জিসান আহমেদ (১৯) কচুয়াই ইউনিয়ন ছাত্রদলের কর্মী ও ইউনিয়নের ৮নং ওয়াডের্র উত্তর শ্রীমাই গ্রামের নুরুল হকের ছেলে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, মহান বিজয় দিবস উপলক্ষে পটিয়া কলেজ গেটে বিএনপির দলীয় অফিসের সামনে বিএনপি ও এর অঙ্গ সংগঠন সমূহের আলোচনা সভা এবং বিজয় র্যলির আয়োজন ছিল।

 

কর্মসূচিতে অংশ নিতে কচুয়াই ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল সহকারে যাওয়ার পথে সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বনবিভাগ অফিসের সামনে কচুয়াই ইউনিয়ন ছাত্রদল কর্মী মিজান ও জিসানের মধ্যে কথাকাটাকটি হয়।

 

পরে এর জের ধরে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে মিজান তার ১০/১২ জন কর্মীকে নিয়ে জিসানকে ধাওয়া করে।

 

এ সময় সে দৌড়ে পালাতে গিয়ে পড়ে যায়। সেখানে মিজান ও তার সমর্থকরা জিসানকে কোমরে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে ছাত্রদলের নেতাকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

 

জিসানের ছুরিঘাতের ঘটনা স্বীকার করে কচুয়াই ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন মেম্বার জানান, ‘ইউনিয়ন ছাত্রদলের পদ প্রত্যাশীরা একটি ব্যানার নিয়ে ঘটনা ঘটিয়েছে। তবে এদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।’

 

পটিয়া থানার ওসি আবু জায়েদ মুহাম্মদ নাজমুন নুর বলেন, এক ছাত্র ছুরিকাঘাতের শিকার হয়েছে। ঘটনাটা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এখনো পর্যন্ত কোন ধরনের লিখিত অভিযোগ পাওয়া যায়নি।