ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইয়েমেনের রাস ঈসা বন্দরে নিহতের সংখ্যা বেড়ে ৮০, আহত ১৭১ দিলীপ ঘোষের বিয়ে ঘিরে প্রশ্ন: আরএসএস প্রচারকেরা কি বিয়ে করতে পারেন? সংগঠনটির প্রচারক ছিলেন মোদিও নিখোঁজের ১৪ ঘণ্টা পর চট্টগ্রামে শিশুর লাশ উদ্ধার টাঙ্গাইলে অবৈধ ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু শায়েস্তাগঞ্জে আগুনে পুড়ল ১৫ টি দোকান বিডিআর হত্যাকাণ্ড: সহায়ক তথ্য আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি মালয়েশিয়ায় ১৬৫ বাংলাদেশিসহ ৫০৬ জন অভিবাসী আটক ইভ্যালির অর্থ আত্মসাৎ: গ্রাহকদের মানববন্ধন ও রাসেলের গ্রেফতারের দাবি কক্সবাজার-মহেশখালী রুটে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চালু হলো সি-ট্রাক

চাকরিতে ৩৫ প্রত্যাশীদের আন্দোলন চলবে, কাল বৈঠক

চাকরিতে আবেদনের বয়স ৩৫ করা নিয়ে আন্দোলন চলবে। আগামীকাল মঙ্গলবার (১ অক্টোবর) থেকে আন্দোলন পরিচালিত হবে রাজধানীর শাহবাগ থেকে।
এ লক্ষ্যে আন্দোলনকারীরা এখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে থেকে সরে শাহবাগের দিকে যাচ্ছে।
এ ছাড়া আন্দোলনকারীরা জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরীর সঙ্গে কাল বৈঠক করবেন। এসব তথ্য জানিয়েছেন চাকরিতে আবেদনের বয়স ৩৫ করা নিয়ে আন্দোলনের অন্যতম দুই সদস্য রাসেল আল মাহমুদ ও আবু সাইদ সাদ।
সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে এ ঘোষণা দেন তারা। এর আগে তারা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবনে কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। সেখান থেকে বের হয়ে প্রধান উপদেষ্টার আশ্বাস ছাড়া আন্দোলন স্থগিত করা হবে না বলেন জানান।
এরপর যমুনায় আসেন দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলাম। তাদের সঙ্গে আন্দোলনকারীরা ঘণ্টাব্যাপী কথা বলেন।
সেখান থেকে বের হয়ে রাতে রাসেল আল মাহমুদ তাদের মাইকে ঘোষণা দেন, আগামীকাল মঙ্গলবার তারা জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরীর সঙ্গে বৈঠক করবেন। তবে তাদের দাবি আদায়ে আন্দোলন চলবে। শাহবাগ থেকে তারা আন্দোলন পরিচালনা করবেন।
এরপর মাইকের মাধ্যমে আন্দোলনকারীদের শাহবাগের দিকে যেতে আহ্বান জানান আবু সাইদ সাদ। তার ঘোষণার পর আন্দোলনকারীরা শাহবাগের দিকে যেতে শুরু করেন।
জনপ্রিয়

ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ

চাকরিতে ৩৫ প্রত্যাশীদের আন্দোলন চলবে, কাল বৈঠক

প্রকাশিত: ১১:০০ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪
চাকরিতে আবেদনের বয়স ৩৫ করা নিয়ে আন্দোলন চলবে। আগামীকাল মঙ্গলবার (১ অক্টোবর) থেকে আন্দোলন পরিচালিত হবে রাজধানীর শাহবাগ থেকে।
এ লক্ষ্যে আন্দোলনকারীরা এখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে থেকে সরে শাহবাগের দিকে যাচ্ছে।
এ ছাড়া আন্দোলনকারীরা জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরীর সঙ্গে কাল বৈঠক করবেন। এসব তথ্য জানিয়েছেন চাকরিতে আবেদনের বয়স ৩৫ করা নিয়ে আন্দোলনের অন্যতম দুই সদস্য রাসেল আল মাহমুদ ও আবু সাইদ সাদ।
সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে এ ঘোষণা দেন তারা। এর আগে তারা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবনে কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। সেখান থেকে বের হয়ে প্রধান উপদেষ্টার আশ্বাস ছাড়া আন্দোলন স্থগিত করা হবে না বলেন জানান।
এরপর যমুনায় আসেন দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলাম। তাদের সঙ্গে আন্দোলনকারীরা ঘণ্টাব্যাপী কথা বলেন।
সেখান থেকে বের হয়ে রাতে রাসেল আল মাহমুদ তাদের মাইকে ঘোষণা দেন, আগামীকাল মঙ্গলবার তারা জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরীর সঙ্গে বৈঠক করবেন। তবে তাদের দাবি আদায়ে আন্দোলন চলবে। শাহবাগ থেকে তারা আন্দোলন পরিচালনা করবেন।
এরপর মাইকের মাধ্যমে আন্দোলনকারীদের শাহবাগের দিকে যেতে আহ্বান জানান আবু সাইদ সাদ। তার ঘোষণার পর আন্দোলনকারীরা শাহবাগের দিকে যেতে শুরু করেন।