ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইয়েমেনের রাস ঈসা বন্দরে নিহতের সংখ্যা বেড়ে ৮০, আহত ১৭১ দিলীপ ঘোষের বিয়ে ঘিরে প্রশ্ন: আরএসএস প্রচারকেরা কি বিয়ে করতে পারেন? সংগঠনটির প্রচারক ছিলেন মোদিও নিখোঁজের ১৪ ঘণ্টা পর চট্টগ্রামে শিশুর লাশ উদ্ধার টাঙ্গাইলে অবৈধ ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু শায়েস্তাগঞ্জে আগুনে পুড়ল ১৫ টি দোকান বিডিআর হত্যাকাণ্ড: সহায়ক তথ্য আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি মালয়েশিয়ায় ১৬৫ বাংলাদেশিসহ ৫০৬ জন অভিবাসী আটক ইভ্যালির অর্থ আত্মসাৎ: গ্রাহকদের মানববন্ধন ও রাসেলের গ্রেফতারের দাবি কক্সবাজার-মহেশখালী রুটে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চালু হলো সি-ট্রাক

আনন্দবাজার পত্রিকার মিথ্যা তথ্যের প্রতিবাদে ইসলামী ছাত্রশিবিরের বিবৃতি


২৮ সেপ্টেম্বর ২০২৪ তারিখে ভারতের আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত ‘আন্দোলন নিয়ে বক্তৃতায় বিতর্ক বাধালেন ইউনূস’ শিরোনামের প্রতিবেদনের একাংশে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ সংগঠন হিসেবে উল্লেখ করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এই মিথ্যা ও উসকানিমূলক তথ্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম ও সেক্রেটারি জাহিদুল ইসলাম এক যৌথ বিবৃতিতে বলেন, “আনন্দবাজার পত্রিকার এই প্রতিবেদনে ছাত্রশিবিরের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণভাবে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। ছাত্রশিবির একটি বৈধ সংগঠন হিসেবে ১৯৭৭ সাল থেকে বাংলাদেশের আইন ও সংবিধান মেনে দেশ-জাতি ও ছাত্রসমাজের কল্যাণে কাজ করে আসছে। তাই আইন ও জনগণ দ্বারা স্বীকৃত সংগঠনকে ‘নিষিদ্ধ’ হিসেবে উল্লেখ করা বিভ্রান্তি সৃষ্টি করা ছাড়া আর কিছু নয়। আমরা এ ধরনের অসত্য তথ্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই  এ ধরনের বক্তব্য অবিলম্বে প্রত্যাহার ও প্রতিবাদটি যথাস্থানে প্রকাশের আহ্বান জানাচ্ছি।”

নেতৃবৃন্দ আরও বলেন, “এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি দায়িত্বশীল সাংবাদিকতার নীতিবিরুদ্ধ কাজ। আনন্দবাজার পত্রিকার উচিত এমন ভিত্তিহীন তথ্য প্রচার থেকে বিরত থাকা।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত এই বিভ্রান্তিকর তথ্য সংশোধনের আহ্বান জানাচ্ছে। অন্যথায়, এ ধরনের মিথ্যা তথ্য প্রচার অব্যাহত থাকলে, আমরা আইনগত পদক্ষেপ নিতে বাধ্য হবো।”

জনপ্রিয়

ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ

আনন্দবাজার পত্রিকার মিথ্যা তথ্যের প্রতিবাদে ইসলামী ছাত্রশিবিরের বিবৃতি

প্রকাশিত: ১০:১৪ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪

২৮ সেপ্টেম্বর ২০২৪ তারিখে ভারতের আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত ‘আন্দোলন নিয়ে বক্তৃতায় বিতর্ক বাধালেন ইউনূস’ শিরোনামের প্রতিবেদনের একাংশে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ সংগঠন হিসেবে উল্লেখ করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এই মিথ্যা ও উসকানিমূলক তথ্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম ও সেক্রেটারি জাহিদুল ইসলাম এক যৌথ বিবৃতিতে বলেন, “আনন্দবাজার পত্রিকার এই প্রতিবেদনে ছাত্রশিবিরের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণভাবে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। ছাত্রশিবির একটি বৈধ সংগঠন হিসেবে ১৯৭৭ সাল থেকে বাংলাদেশের আইন ও সংবিধান মেনে দেশ-জাতি ও ছাত্রসমাজের কল্যাণে কাজ করে আসছে। তাই আইন ও জনগণ দ্বারা স্বীকৃত সংগঠনকে ‘নিষিদ্ধ’ হিসেবে উল্লেখ করা বিভ্রান্তি সৃষ্টি করা ছাড়া আর কিছু নয়। আমরা এ ধরনের অসত্য তথ্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই  এ ধরনের বক্তব্য অবিলম্বে প্রত্যাহার ও প্রতিবাদটি যথাস্থানে প্রকাশের আহ্বান জানাচ্ছি।”

নেতৃবৃন্দ আরও বলেন, “এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি দায়িত্বশীল সাংবাদিকতার নীতিবিরুদ্ধ কাজ। আনন্দবাজার পত্রিকার উচিত এমন ভিত্তিহীন তথ্য প্রচার থেকে বিরত থাকা।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত এই বিভ্রান্তিকর তথ্য সংশোধনের আহ্বান জানাচ্ছে। অন্যথায়, এ ধরনের মিথ্যা তথ্য প্রচার অব্যাহত থাকলে, আমরা আইনগত পদক্ষেপ নিতে বাধ্য হবো।”