সাবেক কৃষিমন্ত্রী ও মৌলভীবাজার-৪ আসনের সাবেক এমপি আব্দুস শহীদকে ঢাকার কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মৌলভীবাজার জেলা কারাগারে পাঠানো হয়েছে।
রোববার সন্ধার দিকে তাকে পুলিশ পাহারায় ঢাকা থেকে মৌলভীবাজার পাঠানো হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর গত ২৯ অক্টোবর রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টরের নিজ বাড়ি থেকে আব্দুস শহীদকে গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। এরপর কয়েক দফা রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।