বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা-ভ্যান-অটোচালক দলের উদ্যোগে জুলাই-আগস্টে গণহত্যার শিকার শ্রমিক ও রিকশাচালকদের হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে।
শুক্রবার বিকেল সাড়ে পৌনে ৪টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ শুরু হয়। এতে অংশ নিয়েছেন ৬০০-৭০০ জন।
বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এছাড়াও বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, জাতীয়তাবাদী উলামা দলের সদস্য সচিব কাজী আবুল হোসেন, ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের আহ্বায়ক কাজী শাহ আলম রাজসহ অনেকেই উপস্থিত আছেন।
সমাবেশ ঘিরে নয়াপল্টনে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি অব্যাহত আছে।