ঢাকা , বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে বিশ্ব ব্যাংকের সাত সদস্যের প্রতিনিধি দল কুয়েটের রোকেয়া হলের তালা ভেঙে ঢুকলেন ছাত্রীরা, আন্দোলন চলছে অনড়ভাবে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাঘাটা উপজেলা বিএনপি নেতা সেলিম আহম্মেদ তুলিপ অব্যাহতি শাহাব উদ্দিন হত্যাকাণ্ডে ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন প্রধান উপদেষ্টা কাফকো থেকে ৩০ হাজার টন ইউরিয়া সার কিনছে সরকার গুম প্রতিরোধে অধ্যাদেশ আনছে সরকার: আইন উপদেষ্টা সাত দেশের ১৭ হাজার প্রবাসী ভোটারের আবেদন অনুমোদন চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৩.৮% হতে পারে: আইএমএফ শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বোর্ডের জরুরি নির্দেশনা

মালদ্বীপের বিপক্ষে প্রীতি ম্যাচ, বছরের শেষটা ভালো করতে চায় বাংলাদেশ

বছর শেষ করতে মালদ্বীপের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচ দুটি বসুন্ধরা কিংস অ্যারেনায় বুধবার ও শনিবার সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে। গত অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ের পর মালদ্বীপের মুখোমুখি হচ্ছে লাল-সবুজ জার্সিধারীরা।

মঙ্গলবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা বলেছেন, ‘আমাদের ভালো প্রস্তুতি হয়েছে। আমরা একটি প্রস্তুতি ম্যাচ খেলেছিলাম ফর্টিস এফসির বিপক্ষে। মালদ্বীপের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ দুটির বিপক্ষে খেলার জন্য আমরা পুরোপুরি প্রস্তুত। সত্যি বলতে কি, এই দুই ম্যাচের জন্য খেলোয়াড়রা রোমাঞ্চিত। সবাই আত্মবিশ্বাসী। ম্যাচ দুটি জয়ের জন্য সবাই সেরাটা দিতে প্রস্তুত।’

জামাল ভূঁইয়া নেই এই সিরিজে। তাই মালদ্বীপের বিপক্ষে দুই ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করবেন অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মন। সংবাদ সম্মেলনে অধিনায়ক বলেছেন, ‘আমাদের প্রস্তুতি ভালো। ম্যাচ দুটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের কী করতে হবে, তা সবাই জানি। কোচ সবই বলে দিয়েছেন। এখন মাঠে আমাদের প্রমাণ করতে হবে। আমরা যে টেকনিক নিয়ে যে কাজ করেছি, সেটা মাঠে প্রয়োগ করতে হবে। দলের সবার ওপর আমার বিশ্বাস আছে। আমরা দুটি ম্যাচ খেলেছি ফর্টিসের বিপক্ষে। আসলে ফর্টিসের বিপক্ষে রেজাল্ট কী হয়েছে তা নয়, কোচ আমাদের সঙ্গে আলোচনা করেছে আমরা কেমন খেলেছি তা নিয়ে।’

কিছুদিন আগে নারী ফুটবল দল সাফ চ্যাম্পিয়ন হয়েছে। তার আগে সাফ চ্যাম্পিয়ন হয়েছে অনূর্ধ্ব-২০ দল। এখন দক্ষিণ এশিয়ার দলের বিপক্ষেই জাতীয় দলের দুই ম্যাচের সিরিজ। এ বিষয়ে অধিনায়কের দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেছেন, ‘আমি প্রথমে নারী ফুটবল দল ও অনূর্ধ্ব-২০ দলকে অভিনন্দন জানাই। আমাদেরও এই দুই ম্যাচে ভালো করতে হবে। আমাদের চোখ আগামী বছর অনুষ্ঠিতব্য এশিয়ান কাপের বাছাইয়ে। সেখানে ভালো করতে হবে। এই ম্যাচ দুটি এই বছরের শেষ। আমরা শেষটা ভালো করতে চাই। শেষ ভালো যার, সব ভালো তার।’

জনপ্রিয়

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে বিশ্ব ব্যাংকের সাত সদস্যের প্রতিনিধি দল

মালদ্বীপের বিপক্ষে প্রীতি ম্যাচ, বছরের শেষটা ভালো করতে চায় বাংলাদেশ

প্রকাশিত: ১০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪

বছর শেষ করতে মালদ্বীপের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচ দুটি বসুন্ধরা কিংস অ্যারেনায় বুধবার ও শনিবার সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে। গত অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ের পর মালদ্বীপের মুখোমুখি হচ্ছে লাল-সবুজ জার্সিধারীরা।

মঙ্গলবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা বলেছেন, ‘আমাদের ভালো প্রস্তুতি হয়েছে। আমরা একটি প্রস্তুতি ম্যাচ খেলেছিলাম ফর্টিস এফসির বিপক্ষে। মালদ্বীপের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ দুটির বিপক্ষে খেলার জন্য আমরা পুরোপুরি প্রস্তুত। সত্যি বলতে কি, এই দুই ম্যাচের জন্য খেলোয়াড়রা রোমাঞ্চিত। সবাই আত্মবিশ্বাসী। ম্যাচ দুটি জয়ের জন্য সবাই সেরাটা দিতে প্রস্তুত।’

জামাল ভূঁইয়া নেই এই সিরিজে। তাই মালদ্বীপের বিপক্ষে দুই ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করবেন অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মন। সংবাদ সম্মেলনে অধিনায়ক বলেছেন, ‘আমাদের প্রস্তুতি ভালো। ম্যাচ দুটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের কী করতে হবে, তা সবাই জানি। কোচ সবই বলে দিয়েছেন। এখন মাঠে আমাদের প্রমাণ করতে হবে। আমরা যে টেকনিক নিয়ে যে কাজ করেছি, সেটা মাঠে প্রয়োগ করতে হবে। দলের সবার ওপর আমার বিশ্বাস আছে। আমরা দুটি ম্যাচ খেলেছি ফর্টিসের বিপক্ষে। আসলে ফর্টিসের বিপক্ষে রেজাল্ট কী হয়েছে তা নয়, কোচ আমাদের সঙ্গে আলোচনা করেছে আমরা কেমন খেলেছি তা নিয়ে।’

কিছুদিন আগে নারী ফুটবল দল সাফ চ্যাম্পিয়ন হয়েছে। তার আগে সাফ চ্যাম্পিয়ন হয়েছে অনূর্ধ্ব-২০ দল। এখন দক্ষিণ এশিয়ার দলের বিপক্ষেই জাতীয় দলের দুই ম্যাচের সিরিজ। এ বিষয়ে অধিনায়কের দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেছেন, ‘আমি প্রথমে নারী ফুটবল দল ও অনূর্ধ্ব-২০ দলকে অভিনন্দন জানাই। আমাদেরও এই দুই ম্যাচে ভালো করতে হবে। আমাদের চোখ আগামী বছর অনুষ্ঠিতব্য এশিয়ান কাপের বাছাইয়ে। সেখানে ভালো করতে হবে। এই ম্যাচ দুটি এই বছরের শেষ। আমরা শেষটা ভালো করতে চাই। শেষ ভালো যার, সব ভালো তার।’