ঢাকা , শুক্রবার, ২৩ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
হবিগঞ্জ ৫৫ বিজিবির ৩ দিনে ৪৫ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ পররাষ্ট্র সচিবের দায়িত্বে রুহুল আলম সিদ্দিকী ফ্যাসিবাদবিরোধী শক্তিকে জাতীয় স্বার্থে এক হওয়ার আহ্বান জামায়াত আমিরের রাজনৈতিক উত্তেজনায় সর্বদলীয় বৈঠকের আহ্বান জামায়াত আমিরের ঢাকার দুই সিটির নির্বাচনের শিডিউল ঘোষণায় ৭ দিনের আল্টিমেটাম বেসরকারি শিক্ষক নিয়োগে নারী কোটা বাতিল অভ্যুত্থানের পরে সেনানিবাসে প্রাণ রক্ষার্থে আশ্রয় নেওয়া ব্যক্তিবর্গ প্রসঙ্গে সেনাবাহিনীর অবস্থান জানাল আইএসপিআর দেশ ব্যক্তির চেয়ে বড়: তথ্য উপদেষ্টা মাহফুজ আলম কুরবানির ঈদের আগেই বাজারে আসছে নতুন নকশার ২০, ৫০ ও ১০০০ টাকার নোট সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ ২০২৫-এর খসড়া অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ

দেশ ব্যক্তির চেয়ে বড়: তথ্য উপদেষ্টা মাহফুজ আলম

তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ব্যক্তির আদর্শ, সম্মান ও আবেগের চেয়ে দেশ বড়। বৃহস্পতিবার (২২ মে) বিকেল ৫টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ মন্তব্য করেন।

 

পোস্টে তিনি লিখেন, “দেশপ্রেমিক শক্তির ঐক্য অনিবার্য। আগেকার যেকোনো বক্তব্য ও শব্দচয়ন, যা বিভাজনমূলক ছিল—সেগুলোর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সরকারে আর একদিনও থাকলে অভ্যুত্থানের সব শক্তির প্রতি সম্মান ও সংবেদনশীলতা রেখে কাজ করতে চাই।”

 

তিনি বলেন, পুরোনো বন্দোবস্তের বিভেদকামী স্লোগান ও তকমাবাজি পরিহার করতে হবে, যা বৃহত্তর জনগোষ্ঠীকে হত্যাযোগ্য করে তোলে। এমনটা না করলেই ভবিষ্যতের রাষ্ট্র গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

 

মাহফুজ আলম আরও বলেন, “বাংলাদেশের শত্রুরা ঐক্যবদ্ধ ও আগ্রাসী। সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক সব প্রতিষ্ঠান হুমকির মুখে। দেশপ্রেমিক জনগণ যারা জুলাই অভ্যুত্থানে ঐক্যবদ্ধ ছিলেন, তাদের সামনে এখন দীর্ঘ পরীক্ষা। এটি ঐক্য ও ধৈর্যের পরীক্ষা—এটা উতরে যেতেই হবে।”

জনপ্রিয়

হবিগঞ্জ ৫৫ বিজিবির ৩ দিনে ৪৫ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ

দেশ ব্যক্তির চেয়ে বড়: তথ্য উপদেষ্টা মাহফুজ আলম

প্রকাশিত: এক ঘন্টা আগে

তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ব্যক্তির আদর্শ, সম্মান ও আবেগের চেয়ে দেশ বড়। বৃহস্পতিবার (২২ মে) বিকেল ৫টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ মন্তব্য করেন।

 

পোস্টে তিনি লিখেন, “দেশপ্রেমিক শক্তির ঐক্য অনিবার্য। আগেকার যেকোনো বক্তব্য ও শব্দচয়ন, যা বিভাজনমূলক ছিল—সেগুলোর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সরকারে আর একদিনও থাকলে অভ্যুত্থানের সব শক্তির প্রতি সম্মান ও সংবেদনশীলতা রেখে কাজ করতে চাই।”

 

তিনি বলেন, পুরোনো বন্দোবস্তের বিভেদকামী স্লোগান ও তকমাবাজি পরিহার করতে হবে, যা বৃহত্তর জনগোষ্ঠীকে হত্যাযোগ্য করে তোলে। এমনটা না করলেই ভবিষ্যতের রাষ্ট্র গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

 

মাহফুজ আলম আরও বলেন, “বাংলাদেশের শত্রুরা ঐক্যবদ্ধ ও আগ্রাসী। সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক সব প্রতিষ্ঠান হুমকির মুখে। দেশপ্রেমিক জনগণ যারা জুলাই অভ্যুত্থানে ঐক্যবদ্ধ ছিলেন, তাদের সামনে এখন দীর্ঘ পরীক্ষা। এটি ঐক্য ও ধৈর্যের পরীক্ষা—এটা উতরে যেতেই হবে।”