হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবি চোরাচালানবিরোধী অভিযানে গত তিন দিনে ৪৫ লক্ষাধিক টাকা মূল্যের গরু, শাড়ি, জামাকাপড়, মদ, গাঁজা ও অন্যান্য পণ্য জব্দ করেছে।
বৃহস্পতিবার (২২ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, শ্রীমঙ্গল, চুনারুঘাট ও মাধবপুরের সীমান্তবর্তী দুর্গম এলাকায় ৯টি পৃথক অভিযানে ৪৪ লাখ ৩৫ হাজার ৩২০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য আটক করা হয়। এ পণ্যের মধ্যে রয়েছে শাড়ি, জামাকাপড়, মদ, গাঁজা, গরু, চিনি এবং বাংলাদেশি মশার কয়েল।
হবিগঞ্জের চুনারুঘাট ও মাধবপুর উপজেলায় ৭টি অভিযানে ভারতীয় পণ্যসহ মূল্যবান মালামাল জব্দ করা হয়েছে। এছাড়া মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২টি অভিযানে ভারতীয় চিনি ও ৪৭ বোতল মদ আটক করেছে বিজিবি।
বিজিবির চৌকস সদস্যরা গোপন তথ্যের ভিত্তিতে সীমান্তের দুর্গম এলাকায় আকস্মিক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করেছে।