ঢাকা , শুক্রবার, ২৩ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
হবিগঞ্জ ৫৫ বিজিবির ৩ দিনে ৪৫ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ পররাষ্ট্র সচিবের দায়িত্বে রুহুল আলম সিদ্দিকী ফ্যাসিবাদবিরোধী শক্তিকে জাতীয় স্বার্থে এক হওয়ার আহ্বান জামায়াত আমিরের রাজনৈতিক উত্তেজনায় সর্বদলীয় বৈঠকের আহ্বান জামায়াত আমিরের ঢাকার দুই সিটির নির্বাচনের শিডিউল ঘোষণায় ৭ দিনের আল্টিমেটাম বেসরকারি শিক্ষক নিয়োগে নারী কোটা বাতিল অভ্যুত্থানের পরে সেনানিবাসে প্রাণ রক্ষার্থে আশ্রয় নেওয়া ব্যক্তিবর্গ প্রসঙ্গে সেনাবাহিনীর অবস্থান জানাল আইএসপিআর দেশ ব্যক্তির চেয়ে বড়: তথ্য উপদেষ্টা মাহফুজ আলম কুরবানির ঈদের আগেই বাজারে আসছে নতুন নকশার ২০, ৫০ ও ১০০০ টাকার নোট সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ ২০২৫-এর খসড়া অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ ২০২৫-এর খসড়া অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ

উপদেষ্টা পরিষদের ২৯তম বৈঠকে বৃহস্পতিবার (২২ মে) সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া অনুমোদন দেয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

 

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়াও নীতিগত ও চূড়ান্তভাবে অনুমোদন করা হয়েছে। এ ছাড়া বাংলাদেশ ও নেদারল্যান্ডস সরকারের মধ্যে নৌ-প্রতিরক্ষা সামগ্রী সংক্রান্ত সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন পেয়েছে।

 

বৈঠকে সংস্কার কমিশনের আশু বাস্তবায়নযোগ্য সুপারিশ বাস্তবায়নের বিষয়ে দিকনির্দেশনা দেয়া হয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে এসব সুপারিশের বাস্তবায়নযোগ্যতা, সম্ভাব্য সময়সীমা ও প্রভাব বিষয়ে দফাওয়ারী মতামত উপস্থাপন করতে বলা হয়।

 

এছাড়া ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহত ছাত্র-জনতার কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়াও নীতিগত ও চূড়ান্ত অনুমোদন পেয়েছে, যা লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে কার্যকর হবে।

জনপ্রিয়

হবিগঞ্জ ৫৫ বিজিবির ৩ দিনে ৪৫ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ ২০২৫-এর খসড়া অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ

প্রকাশিত: এক ঘন্টা আগে

উপদেষ্টা পরিষদের ২৯তম বৈঠকে বৃহস্পতিবার (২২ মে) সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া অনুমোদন দেয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

 

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়াও নীতিগত ও চূড়ান্তভাবে অনুমোদন করা হয়েছে। এ ছাড়া বাংলাদেশ ও নেদারল্যান্ডস সরকারের মধ্যে নৌ-প্রতিরক্ষা সামগ্রী সংক্রান্ত সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন পেয়েছে।

 

বৈঠকে সংস্কার কমিশনের আশু বাস্তবায়নযোগ্য সুপারিশ বাস্তবায়নের বিষয়ে দিকনির্দেশনা দেয়া হয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে এসব সুপারিশের বাস্তবায়নযোগ্যতা, সম্ভাব্য সময়সীমা ও প্রভাব বিষয়ে দফাওয়ারী মতামত উপস্থাপন করতে বলা হয়।

 

এছাড়া ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহত ছাত্র-জনতার কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়াও নীতিগত ও চূড়ান্ত অনুমোদন পেয়েছে, যা লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে কার্যকর হবে।