খুলনার তিনটি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়কে সরকারিকরণের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সম্প্রতি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানায়। এর ফলে খুলনায় সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে, যা জেলার শিক্ষাক্ষেত্রে একটি ইতিবাচক সংযোজন হিসেবে দেখা হচ্ছে।
সরকারিকৃত তিন বিদ্যালয় হলো:
খালিশপুরের প্লাটিনাম মাধ্যমিক বিদ্যালয় (নতুন নাম: প্লাটিনাম সরকারি মাধ্যমিক বিদ্যালয়), ফুলতলার আলীম ইস্টার্ন মাধ্যমিক বিদ্যালয় (নতুন নাম: আলীম ইস্টার্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়), দিঘলিয়ার স্টার জুট মিলস উচ্চ বিদ্যালয় (নতুন নাম: স্টার জুট মিলস সরকারি উচ্চ বিদ্যালয়)।
খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও কল্যাণ শাখা) ইমরান হাসান জানান, যদিও এখনো আনুষ্ঠানিক চিঠি আসেনি, তারা বিষয়টি নিশ্চিত হয়েছেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, এসব বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের প্রচলিত বিধি অনুযায়ী সরকারি চাকরিতে আত্তীকরণ করা হবে। তবে তাদের চাকরি বদলিযোগ্য নয়।
১৯৭০ সালে প্রতিষ্ঠিত স্টার জুট মিলস বিদ্যালয়টি প্রায় ৫৪ বছর পর সরকারিকরণের আওতায় এসেছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গাজী মো. লুৎফর রহমান বলেন, এই সিদ্ধান্তে শিক্ষার প্রসার ও নানা সুযোগ-সুবিধা বাড়বে।
চলতি বছরের মার্চ থেকে মে পর্যন্ত সময়ে আরও ছয়টি বিদ্যালয় সরকারিকরণ করা হয়েছে, যার মধ্যে রয়েছে খুলনার ক্রিসেন্ট মাধ্যমিক বিদ্যালয়। সব মিলিয়ে দেশে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮৮টি।
স্থানীয় শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা সরকারিকরণের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এবং সন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে, এতে শিক্ষার মান, অবকাঠামোগত উন্নয়ন ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে।