আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে বাংলাদেশ ব্যাংক বাজারে ছাড়তে যাচ্ছে ২০, ৫০ এবং ১০০০ টাকার নতুন নকশার নোট। গাজীপুরের দ্য সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (টাকশাল) ইতোমধ্যে এসব নোট ছাপার কাজ প্রায় শেষ করে এনেছে।
এবারের নতুন নোটগুলোতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকছে না। পরিবর্তে ফিরে আসছে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি ও পুরনো নকশা। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, ঈদের আগেই নতুন নোট বাজারে ছাড়ার পরিকল্পনায় কাজ চলছে।
বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ২০ টাকার নোট ছাপার কাজ প্রায় শেষ এবং আগামী সপ্তাহেই এটি বাংলাদেশ ব্যাংকে হস্তান্তর করা হবে। পরবর্তী সপ্তাহে হস্তান্তর করা হবে ৫০ ও ১০০০ টাকার নোট।
প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসসহ অন্যান্য শাখায় এবং পরে বিভিন্ন ব্যাংকে এই নোট সরবরাহ করা হবে। ঈদের ছুটির আগেই সীমিত আকারে নতুন নোট বাজারে ছাড়ার পরিকল্পনা রয়েছে। তবে চাহিদার তুলনায় নোটের ছাপা কম হচ্ছে বলেও জানানো হয়।