রাজস্থানি জাতের বিশাল আকৃতির একটি সাদা গরু—যার নাম ‘সাদা তুফান’। ওজনে প্রায় ৯০০ কেজি, দাম হাঁকা হচ্ছে ৮ লাখ টাকা। গরুটির দেখা মিলেছে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার দাড়িয়াপুরে অবস্থিত মারজান অ্যাগ্রো ফার্ম–এ।
খামারটির কর্ণধার হাজী জালাল মিয়া গত ত্রিশ বছর ধরে গরু পালনের সঙ্গে যুক্ত।অক্লান্ত পরিশ্রমে তিনি গড়ে তুলেছেন একটি নির্ভরযোগ্য খামার। সাদা তুফান তাঁর সেই সাধনারই এক জ্বলন্ত প্রতিচ্ছবি।
গরুটিকে হাজী জালাল নিজের সন্তানের মতোই পালন করেছেন। নিজস্ব জমির ঘাস, ভুট্টা, উন্নতমানের সাইলেস ও খামারের নিজস্ব খাদ্যমিশ্রণই গরুটির একমাত্র খাদ্য। কোনো রকম কৃত্রিম ইনজেকশন, কেমিক্যাল বা ওষুধের প্রয়োগ করা হয়নি বলে জানিয়েছেন তিনি।
খামারে বর্তমানে রয়েছে মোট ২১টি গরু, যার মধ্যে রয়েছে দেশি ষাঁড়, দেশি বলদ, শাইওয়াল শংকর, সাহিওয়াল ও হরিয়ানা জাতের গরু। প্রতিটি গরুই সুস্থ-সবল, নির্দিষ্ট ওজন ও দামে বিক্রয়ের জন্য প্রস্তুত।