বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নবনিযুক্ত (অন্তর্বর্তীকালীন) ভিসি ড. মো. তৌফিক আলম দায়িত্ব গ্রহণ করেছেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপপরিচালক ফয়সাল মাহমুদ রুমি জানান, তিনি বৃহস্পতিবার দুপুরে ক্যাম্পাসে পৌঁছান এবং বিকেলে আনুষ্ঠানিকভাবে ভিসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
এর আগে, শিক্ষার্থীদের ২৯ দিনব্যাপী টানা আন্দোলনের প্রেক্ষিতে গত মঙ্গলবার রাতে ভিসি ড. শুচিতা শরমিনকে অব্যাহতি দেয় শিক্ষা মন্ত্রণালয়। তাঁকে পুনরায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক পদে বহাল করা হয়েছে।
সেই একই প্রজ্ঞাপনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. তৌফিক আলমকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসির দায়িত্ব প্রদান করা হয়।