রাজশাহীর দুর্গাপুরে জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১০ জন। বুধবার (১৪ মে) সন্ধ্যায় উপজেলার হোজা অনন্তকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (১৫ মে) দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম খলিল এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত যুবকের নাম হাসিবুর রহমান (২২)। তিনি ওই এলাকার মো. কাসেমের ছেলে।
স্থানীয়রা জানান, জায়গা-জমি নিয়ে ওই এলাকায় বহুদিন ধরে দুপক্ষের মধ্যে বিরোধ চলছিল। বুধবার জমির সীমানা নির্ধারণ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এতে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হাসিবুরের মৃত্যু হয়।
এ বিষয়ে দুর্গাপুর থানার এসআই ইব্রাহিম খলিল বলেন, ‘জমি নিয়ে বিরোধে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আমরা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেব।’