চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে খাল ও নালা খননের জন্য আধুনিক যন্ত্রপাতি কেনা প্রয়োজন জানিয়ে সরকারের কাছে ৪০০ কোটি টাকা চেয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
মঙ্গলবার (২৯ এপ্রিল) নগরীর রেডিসন ব্লুতে ইউনিলিভার বাংলাদেশ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং ইপসার যৌথ সেমিনারে তিনি এ দাবি জানান।
মেয়র বলেন, ৫৭টি খাল ও ১ হাজার ৬০০ কিলোমিটার ড্রেন সংস্কারে এ অর্থ প্রয়োজন। পাশাপাশি, ২০২২ সালের চুয়েটের গবেষণার বরাতে তিনি জানান, প্রতিদিন ২৫০ মেট্রিক টন প্লাস্টিক ও পলিথিন বর্জ্য উৎপন্ন হয় নগরীতে, যার একটি বড় অংশ ড্রেন ও খালে গিয়ে জলাবদ্ধতা সৃষ্টি করছে।
এই প্রেক্ষাপটে ইউনিলিভার, সিটি কর্পোরেশন ও ইপসা চট্টগ্রামের ১০ শতাংশ প্লাস্টিক বর্জ্য সংগ্রহে যৌথভাবে কাজ করার উদ্যোগ নিয়েছে।