রাজউক ঝিলমিল আবাসিক প্রকল্পের বরাদ্দ গ্রহীতাদের বাড়ি নির্মাণের নির্দেশ দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাজউকের পরিচালক (প্রশাসন) এ বি এম এহছানুল মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্ধারিত সময়ের মধ্যে বাড়ি নির্মাণ না করলে বিধি অনুযায়ী প্লট বরাদ্দ বাতিল এবং জরিমানা আরোপ করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, প্রকল্পের বিভিন্ন সেক্টরে বিদ্যুৎ ও পানির অবকাঠামো প্রস্তুত রয়েছে এবং আবেদন করলে সংশ্লিষ্ট সংস্থাগুলো সংযোগ দেবে। বরাদ্দ গ্রহীতাদের প্লটের ইজারা বা লিজ দলিল রেজিস্ট্রেশনের পর বিধিমালা অনুযায়ী নির্মাণ কার্যক্রম শুরু করতে হবে।