আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় খিলগাঁও, সবুজবাগ, মুগদা ও শাহজাহানপুর এলাকায় মশাল মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি খিলগাঁও জোড়পুকুর পাড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহজাহানপুরে গিয়ে শেষ হয়।
এসময় এনসিপি নেতারা প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বক্তব্যের সমালোচনা করে বলেন, আওয়ামী লীগ রাজনীতি করবে কি করবে না, এই সিদ্ধান্ত আওয়ামী লীগ নয়, বাংলার জনগণ এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো নেবে।
তারা আরও বলেন, ২০২৪ সালের গণ আন্দোলনের পরেও আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা।