২০২৪-২০২৫ অর্থবছরে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় রাশিয়া থেকে ৩০ হাজার টন এমওপি এবং সৌদি আরব থেকে ৪০ হাজার টন ডিএপি সার আমদানির অনুমোদন দিয়েছে সরকার। মঙ্গলবার (২৯ এপ্রিল) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এতে এমওপি সারের জন্য ব্যয় ধরা হয়েছে ১১৮ কোটি ২১ লাখ টাকা এবং ডিএপি সারের জন্য ৩৩৩ কোটি ৭৯ লাখ টাকা, যা মিলিয়ে মোট ব্যয় দাঁড়ায় ৪৫২ কোটি ১ লাখ টাকা।