ঢাকা ০৬:১৯:৪২ এএম, বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় শেখ হাসিনার সাবেক সহকারী গ্রেফতার সংগঠনবিরোধী কর্মকাণ্ডে গাইবান্ধার সাহাবুল ইসলাম বহিষ্কার আসামি গ্রেফতারে পূর্বানুমতির আদেশ চেম্বার আদালতেও স্থগিত ডিএনসিসিতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি: অযথা হর্ন বাজানো গাড়ির চালক শনাক্তে উদ্যোগ ডেঙ্গু নিয়ন্ত্রণে ‘ভালো মশা’: বাংলাদেশে উলবাকিয়া প্রযুক্তির সফল অগ্রগতি পরীক্ষার আগের দিন ফেসবুকে প্রশ্ন ফাঁস, শিক্ষক রঞ্জিত কুমার ঘোষ তদন্তের মুখে বাংলাদেশ পুলিশের ৯ অতিরিক্ত ডিআইজিসহ ১৫ কর্মকর্তার বদলি সীমান্ত দিয়ে জোরপূর্বক মানুষ প্রবেশ করানো গ্রহণযোগ্য নয়: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আকু পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ২৫.৬৭ বিলিয়ন ডলারে ১০ মে থেকে শুরু ‘জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫’

মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের ওপর পারস্পরিক শুল্ক কার্যকর ৯০ দিন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্তে প্রধানমন্ত্রী ড. মুহাম্মদ ইউনূস প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়ে বৃহস্পতিবার (১০ এপ্রিল) তার অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন। তিনি লিখেছেন, “শুল্ক কার্যকর ৯০ দিন স্থগিত করার আমাদের অনুরোধে ইতিবাচক সাড়া দেওয়ায় আপনাকে ধন্যবাদ, মিস্টার প্রেসিডেন্ট। আপনার বাণিজ্য এজেন্ডাকে সহায়তা করতে আমরা আপনার প্রশাসনের সঙ্গে কাজ অব্যাহত রাখব।”

 

পূর্বে, মার্কিন প্রেসিডেন্ট বাংলাদেশসহ কিছু দেশের ওপর পারস্পরিক শুল্ক আরোপ করেছিলেন, যার মধ্যে বাংলাদেশের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল। তবে বুধবার, ৯০ দিনের জন্য এই শুল্ক স্থগিতের ঘোষণা দেন ট্রাম্প।

 

এদিকে, চীনা পণ্যের ওপর শুল্কের পরিমাণ বাড়িয়ে ১০৪ শতাংশ থেকে ১২৫ শতাংশ করার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথে এ বিষয়ে লিখেছেন, “বিশ্ববাজারের প্রতি চীন যে অসম্মান দেখিয়েছে, সেটির ভিত্তিতে আমি চীনের ওপর শুল্কের পরিমাণ ১২৫ শতাংশে উন্নীত করছি।”

 

এছাড়া, ৭৫টি দেশের ওপর পারস্পরিক শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

জনপ্রিয়

বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় শেখ হাসিনার সাবেক সহকারী গ্রেফতার

মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

প্রকাশিত: ০৩:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের ওপর পারস্পরিক শুল্ক কার্যকর ৯০ দিন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্তে প্রধানমন্ত্রী ড. মুহাম্মদ ইউনূস প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়ে বৃহস্পতিবার (১০ এপ্রিল) তার অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন। তিনি লিখেছেন, “শুল্ক কার্যকর ৯০ দিন স্থগিত করার আমাদের অনুরোধে ইতিবাচক সাড়া দেওয়ায় আপনাকে ধন্যবাদ, মিস্টার প্রেসিডেন্ট। আপনার বাণিজ্য এজেন্ডাকে সহায়তা করতে আমরা আপনার প্রশাসনের সঙ্গে কাজ অব্যাহত রাখব।”

 

পূর্বে, মার্কিন প্রেসিডেন্ট বাংলাদেশসহ কিছু দেশের ওপর পারস্পরিক শুল্ক আরোপ করেছিলেন, যার মধ্যে বাংলাদেশের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল। তবে বুধবার, ৯০ দিনের জন্য এই শুল্ক স্থগিতের ঘোষণা দেন ট্রাম্প।

 

এদিকে, চীনা পণ্যের ওপর শুল্কের পরিমাণ বাড়িয়ে ১০৪ শতাংশ থেকে ১২৫ শতাংশ করার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথে এ বিষয়ে লিখেছেন, “বিশ্ববাজারের প্রতি চীন যে অসম্মান দেখিয়েছে, সেটির ভিত্তিতে আমি চীনের ওপর শুল্কের পরিমাণ ১২৫ শতাংশে উন্নীত করছি।”

 

এছাড়া, ৭৫টি দেশের ওপর পারস্পরিক শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।