ঢাকা , বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় শেখ হাসিনার সাবেক সহকারী গ্রেফতার সংগঠনবিরোধী কর্মকাণ্ডে গাইবান্ধার সাহাবুল ইসলাম বহিষ্কার আসামি গ্রেফতারে পূর্বানুমতির আদেশ চেম্বার আদালতেও স্থগিত ডিএনসিসিতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি: অযথা হর্ন বাজানো গাড়ির চালক শনাক্তে উদ্যোগ ডেঙ্গু নিয়ন্ত্রণে ‘ভালো মশা’: বাংলাদেশে উলবাকিয়া প্রযুক্তির সফল অগ্রগতি পরীক্ষার আগের দিন ফেসবুকে প্রশ্ন ফাঁস, শিক্ষক রঞ্জিত কুমার ঘোষ তদন্তের মুখে বাংলাদেশ পুলিশের ৯ অতিরিক্ত ডিআইজিসহ ১৫ কর্মকর্তার বদলি সীমান্ত দিয়ে জোরপূর্বক মানুষ প্রবেশ করানো গ্রহণযোগ্য নয়: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আকু পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ২৫.৬৭ বিলিয়ন ডলারে ১০ মে থেকে শুরু ‘জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫’

ময়মনসিংহে ভিমরুলের কামড়ে বাবা-মেয়ে ও ছেলের মৃত্যু

ময়মনসিংহের ধোবাউড়ায় ভিমরুলের কামড়ে বাবা–মেয়ের পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছেলেরও মৃত্যু হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে মারা যায় ছয় বছর বয়সি সিফাত উল্লাহ।

স্থানীয়দের বরাত দিয়ে ধোবাউড়া থানার ওসি মো. আল মামুন সরকার বলেন, গতকাল শনিবার সকাল ১০টার দিকে উপজেলার দুধনই বাজার থেকে রান্নার লাকড়ি আনার জন্য মেয়ে লাবিবা ও ছেলে সিফাতুল্লাহসহ নৌকায় করে যাচ্ছিলেন আবুল কাশেম। বাড়ির পাশেই একটি বাঁশঝাড়ে নৌকাটি আটকে যায়। তখন সেখানে বাসা বেঁধে রাখা ভিমরুল বের হয়ে তাদের কামড়াতে শুরু করে। দুই সন্তান ও নিজেকে ভিমরুলের হাত থেকে রক্ষা করার চেষ্টা করেও ব্যর্থ হন কাশেম।

পরে স্থানীয়রা তাদের গুরুতর অবস্থায় উদ্ধার করে ধোবাউড়া স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আবুল কাশেম ও ছেলে সিফাতুল্লাহকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খবর বিডিনিউজের।

পুলিশ জানায়, ময়মনসিংহে নেওয়ার পথে দুপুর ১টার দিকে আবুল কাশেম মারা যান। বেলা ৩টার দিকে ধোবাউড়া স্বাস্থ্য কমপ্লেঙে মারা যায় মেয়ে লাবিবা। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে সিফাত উল্লাহরও মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, আবুল কাশেম দুধনই বাজার জামে মসজিদে ইমামতি করতেন।

ওসি মো. আল মামুন সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এদিকে, জানতে পেরে নিহতদের বাড়ি যান উপজেলার ইউএনও নিশাত শারমিন। এসময় তিনি নিহতদের স্বজনদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।

জনপ্রিয়

বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় শেখ হাসিনার সাবেক সহকারী গ্রেফতার

ময়মনসিংহে ভিমরুলের কামড়ে বাবা-মেয়ে ও ছেলের মৃত্যু

প্রকাশিত: ০৩:২২ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪

ময়মনসিংহের ধোবাউড়ায় ভিমরুলের কামড়ে বাবা–মেয়ের পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছেলেরও মৃত্যু হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে মারা যায় ছয় বছর বয়সি সিফাত উল্লাহ।

স্থানীয়দের বরাত দিয়ে ধোবাউড়া থানার ওসি মো. আল মামুন সরকার বলেন, গতকাল শনিবার সকাল ১০টার দিকে উপজেলার দুধনই বাজার থেকে রান্নার লাকড়ি আনার জন্য মেয়ে লাবিবা ও ছেলে সিফাতুল্লাহসহ নৌকায় করে যাচ্ছিলেন আবুল কাশেম। বাড়ির পাশেই একটি বাঁশঝাড়ে নৌকাটি আটকে যায়। তখন সেখানে বাসা বেঁধে রাখা ভিমরুল বের হয়ে তাদের কামড়াতে শুরু করে। দুই সন্তান ও নিজেকে ভিমরুলের হাত থেকে রক্ষা করার চেষ্টা করেও ব্যর্থ হন কাশেম।

পরে স্থানীয়রা তাদের গুরুতর অবস্থায় উদ্ধার করে ধোবাউড়া স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আবুল কাশেম ও ছেলে সিফাতুল্লাহকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খবর বিডিনিউজের।

পুলিশ জানায়, ময়মনসিংহে নেওয়ার পথে দুপুর ১টার দিকে আবুল কাশেম মারা যান। বেলা ৩টার দিকে ধোবাউড়া স্বাস্থ্য কমপ্লেঙে মারা যায় মেয়ে লাবিবা। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে সিফাত উল্লাহরও মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, আবুল কাশেম দুধনই বাজার জামে মসজিদে ইমামতি করতেন।

ওসি মো. আল মামুন সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এদিকে, জানতে পেরে নিহতদের বাড়ি যান উপজেলার ইউএনও নিশাত শারমিন। এসময় তিনি নিহতদের স্বজনদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।