মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এমএ খালেককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৪ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে গাংনী শহরের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে নাশকতা সৃষ্টির অভিযোগ রয়েছে। এ অভিযোগের ভিত্তিতে তাকে থানা হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট তিনি উপজেলা চেয়ারম্যান পদ থেকে অপসারিত হন। এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলায় প্রধান আসামি হিসেবে গত ২৪ অক্টোবর র্যাবের হাতে আটক হন এবং পরবর্তীতে জামিনে মুক্তি পান।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানি ইসরাইল জানান, তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।