ঢাকা , শুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
খালি পেটে দুধ চা, বাড়ায় অ্যাসিডিটির ঝুঁকি মাদারীপুরে বজ্রপাতে তিনজনের মৃত্যু, ঝড়ে বিদ্যুৎহীন হাজারো মানুষ যুক্তরাষ্ট্রে ১.৪ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা সংযুক্ত আরব আমিরাতের জুলাই ঘোষণাপত্র আটকে রাজনৈতিক ষড়যন্ত্র? বিস্ফোরক দাবি সংবিধান বিশেষজ্ঞ ড. তুহিন মালিকের ডিজিটাল অন্তর্ভুক্তিতে অবদান রাখায় এনসিটিবিকে সম্মাননা প্রদান সুপ্রিম কোর্ট এলাকা ও আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা ডিএমপির বৃত্তির অর্থ নিয়ে জালিয়াতি রোধে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের মাউশির সতর্কবার্তা ঢাকার ৩৩ খাল রক্ষায় সবুজায়ন ও সচেতনতা কার্যক্রম শুরু করছে ডিএনসিসি ও স্বেচ্ছাসেবীরা ইউক্যালিপটাস ও আকাশমণি গাছ রোপণ, উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ করলো সরকার সর্বজনীন পেনশন স্কিমে আরও ১২ ব্যাংকের সঙ্গে চুক্তি, মোট সংখ্যা এখন ২৪

আওয়ামী লীগ নেতা এমএ খালেক গ্রেফতার

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এমএ খালেককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৪ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে গাংনী শহরের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

 

পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে নাশকতা সৃষ্টির অভিযোগ রয়েছে। এ অভিযোগের ভিত্তিতে তাকে থানা হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট তিনি উপজেলা চেয়ারম্যান পদ থেকে অপসারিত হন। এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলায় প্রধান আসামি হিসেবে গত ২৪ অক্টোবর র‍্যাবের হাতে আটক হন এবং পরবর্তীতে জামিনে মুক্তি পান।

 

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানি ইসরাইল জানান, তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

জনপ্রিয়

খালি পেটে দুধ চা, বাড়ায় অ্যাসিডিটির ঝুঁকি

আওয়ামী লীগ নেতা এমএ খালেক গ্রেফতার

প্রকাশিত: ০৬:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এমএ খালেককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৪ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে গাংনী শহরের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

 

পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে নাশকতা সৃষ্টির অভিযোগ রয়েছে। এ অভিযোগের ভিত্তিতে তাকে থানা হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট তিনি উপজেলা চেয়ারম্যান পদ থেকে অপসারিত হন। এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলায় প্রধান আসামি হিসেবে গত ২৪ অক্টোবর র‍্যাবের হাতে আটক হন এবং পরবর্তীতে জামিনে মুক্তি পান।

 

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানি ইসরাইল জানান, তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।