ঢাকা , শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
কমলগঞ্জে বিজিবির হাতে আটক ১৫ জনকে তিন দিন পর থানায় সোপর্দ জাবির আইন ও বিচার বিভাগের ১১ শিক্ষকের ৯ জনই ছুটিতে পাকিস্তানের তিন ঘাঁটিতে একযোগে মিসাইল হামলা চালিয়েছে ভারত ভাঙ্গায় জাহানাবাদ এক্সপ্রেস লাইনচ্যুত, দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ আবারও উত্তপ্ত শাহবাগ, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাতভর আন্দোলন নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে জবি শিক্ষার্থী তিন দিনের রিমান্ডে মাদ্রাসার পরীক্ষা ও ফল প্রকাশের সময়সূচি বদলেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ মে অনুষ্ঠিত হবে সমাবেশে পানি ছিটানো নিয়ে সমালোচনার মুখে ডিএনসিসির ব্যাখ্যা সারাদেশে পুলিশের অভিযানে গ্রেফতার ১৬৭৩ জন

নোমানী ময়দানে আছিয়ার প্রথম জানাজা সম্পন্ন

মাগুরায় ধর্ষণের শিকার হয়ে নিহত আছিয়ার জানাজা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যায় ৭টায় মাগুরার নোমানী ময়দানে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় অংশ নেন অসংখ্য মানুষ। এতে ঢাকা থেকে গিয়ে অংশ নেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলটির শীর্ষ কয়েকজন নেতা।

বাদ এশা আছিয়ার বাড়ি শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের পার্শ্ববর্তী গ্রাম সোনাইকুন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর সোনাকুন্ডী সম্মিলিত ঈদগা ও গোরস্থান ময়দানে তাকে দাফন করা হবে।

এর আগে সকালে একে একে ৩ বার কার্ডিয়াক অ্যারেস্ট হয় মাগুরায় ধর্ষণের শিকার ৮ বছরের শিশু আছিয়ার। দুপুরে তৃতীয়বার কার্ডিয়াক অ্যারেস্টের পর আর হৃদস্পন্দন ফেরেনি অভিমানী হৃদয়ে। ঘৃণা, লজ্জা, অভিমানে জমে থাকা শ্বাস চিরমুক্তি নিয়ে অসীমে মিলিয়ে গেছে।

শিশুটির মৃত্যুর খবরে ঢাকা সম্মিলিতি সামরিক হাসপাতালে ছুটে যান জাতীয় নাগরিক পার্টির দুই মুখ্য সংগঠক, বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তারা দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

গত ৬ মার্চ মাগুরা শহরতলীর নিজনান্দুয়ালী গ্রামে বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার হয় শিশুটি। প্রথমে তাকে মাগুরা সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে (পিআইসিইউ) স্থানান্তর করা হয়। এরপর ৭ মার্চ রাতে তাকে ভেন্টিলেশনে নেয়া হয়।

গত ৮ মার্চ সন্ধ্যায় সংকটাপন্ন অবস্থায় শিশুটিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটির চিকিৎসায় সিএমএইচের প্রধান সার্জনকে প্রধান করে আটজন বিশেষজ্ঞ চিকিৎসক নিয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল।

শিশুটিকে ধর্ষণের অভিযোগে করা মামলার চার আসামির মধ্যে তিনজন পুরুষের ডিএনএ পরীক্ষার জন্য এরইমধ্যে নমুনা সংগ্রহ করা হয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) সকালে তিন আসামিকে মাগুরা থেকে ঢাকায় সিআইডির ডিএনএ প্রোফাইলিং ল্যাবে আনা হয়। একই সঙ্গে শিশুটির ডিএনএ নমুনাও জমা দেয়া হয়।

জনপ্রিয়

কমলগঞ্জে বিজিবির হাতে আটক ১৫ জনকে তিন দিন পর থানায় সোপর্দ

নোমানী ময়দানে আছিয়ার প্রথম জানাজা সম্পন্ন

প্রকাশিত: ০৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

মাগুরায় ধর্ষণের শিকার হয়ে নিহত আছিয়ার জানাজা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যায় ৭টায় মাগুরার নোমানী ময়দানে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় অংশ নেন অসংখ্য মানুষ। এতে ঢাকা থেকে গিয়ে অংশ নেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলটির শীর্ষ কয়েকজন নেতা।

বাদ এশা আছিয়ার বাড়ি শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের পার্শ্ববর্তী গ্রাম সোনাইকুন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর সোনাকুন্ডী সম্মিলিত ঈদগা ও গোরস্থান ময়দানে তাকে দাফন করা হবে।

এর আগে সকালে একে একে ৩ বার কার্ডিয়াক অ্যারেস্ট হয় মাগুরায় ধর্ষণের শিকার ৮ বছরের শিশু আছিয়ার। দুপুরে তৃতীয়বার কার্ডিয়াক অ্যারেস্টের পর আর হৃদস্পন্দন ফেরেনি অভিমানী হৃদয়ে। ঘৃণা, লজ্জা, অভিমানে জমে থাকা শ্বাস চিরমুক্তি নিয়ে অসীমে মিলিয়ে গেছে।

শিশুটির মৃত্যুর খবরে ঢাকা সম্মিলিতি সামরিক হাসপাতালে ছুটে যান জাতীয় নাগরিক পার্টির দুই মুখ্য সংগঠক, বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তারা দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

গত ৬ মার্চ মাগুরা শহরতলীর নিজনান্দুয়ালী গ্রামে বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার হয় শিশুটি। প্রথমে তাকে মাগুরা সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে (পিআইসিইউ) স্থানান্তর করা হয়। এরপর ৭ মার্চ রাতে তাকে ভেন্টিলেশনে নেয়া হয়।

গত ৮ মার্চ সন্ধ্যায় সংকটাপন্ন অবস্থায় শিশুটিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটির চিকিৎসায় সিএমএইচের প্রধান সার্জনকে প্রধান করে আটজন বিশেষজ্ঞ চিকিৎসক নিয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল।

শিশুটিকে ধর্ষণের অভিযোগে করা মামলার চার আসামির মধ্যে তিনজন পুরুষের ডিএনএ পরীক্ষার জন্য এরইমধ্যে নমুনা সংগ্রহ করা হয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) সকালে তিন আসামিকে মাগুরা থেকে ঢাকায় সিআইডির ডিএনএ প্রোফাইলিং ল্যাবে আনা হয়। একই সঙ্গে শিশুটির ডিএনএ নমুনাও জমা দেয়া হয়।