ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইয়েমেনের রাস ঈসা বন্দরে নিহতের সংখ্যা বেড়ে ৮০, আহত ১৭১ দিলীপ ঘোষের বিয়ে ঘিরে প্রশ্ন: আরএসএস প্রচারকেরা কি বিয়ে করতে পারেন? সংগঠনটির প্রচারক ছিলেন মোদিও নিখোঁজের ১৪ ঘণ্টা পর চট্টগ্রামে শিশুর লাশ উদ্ধার টাঙ্গাইলে অবৈধ ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু শায়েস্তাগঞ্জে আগুনে পুড়ল ১৫ টি দোকান বিডিআর হত্যাকাণ্ড: সহায়ক তথ্য আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি মালয়েশিয়ায় ১৬৫ বাংলাদেশিসহ ৫০৬ জন অভিবাসী আটক ইভ্যালির অর্থ আত্মসাৎ: গ্রাহকদের মানববন্ধন ও রাসেলের গ্রেফতারের দাবি কক্সবাজার-মহেশখালী রুটে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চালু হলো সি-ট্রাক

রামপুরায় টেলিভিশনের কর্মীকে পিটিয়ে হত্যা, আটক ৩

রাজধানীর রামপুরায় ডেভেলপার কোম্পানির দ্বন্দ্বের জেরে দিনদুপুরে বাড়িতে ঢুকে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভির সম্প্রচার বিভাগের কর্মী তানজিল জাহান ইসলাম তামিমকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার রামপুরা মহানগর প্রজেক্ট এলাকার ৪ নম্বর রোডের ডি-ব্লকের বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই ঐ তিনজনকে আটক করা হয়।

হাতিরঝিল থানার ওসি সাইফুল ইসলাম জানান, মহানগর প্রজেক্ট এলাকার ৪ নম্বর রোডের ডি-ব্লকের বাড়ির ৮ তলার ফ্লাটে ঢুকে তামিমকে পিটিয়ে গুরুতর আহত করে একদল দুর্বৃত্ত। পরে তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী মনোয়ারা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, নিহতের বাবাসহ তিনজন ঐ বাড়িটির জমির মালিক। তাদের সঙ্গে ডেভেলপার কোম্পানির দ্বন্দ্বের জেরে বাসার ভেতরে প্রবেশ করে বহিরাগতসহ ডেভেলপারের লোকজন। সেখানে বাক্‌বিতণ্ডার এক পর্যায়ে তামিমের বুকে কিল-ঘুষি ছাড়াও তাকে মারধরের পর গলা টিপে ধরা হয়। এতে তামিম অচেতন হয়ে পড়েন। একপর্যায়ে লোকজন তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার পরপরই ডেভেলপার কোম্পানির ইঞ্জিনিয়ারসহ তিনজনকে আটক করা হয়েছে।

পুরো ঘটনার তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওসি সাইফুল।

নিহত তামিমের মামা মাসুদ করিম জানান, চুয়েট থেকে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করে তামিম দীপ্ত টিভির সম্প্রচার বিভাগে যোগ দেন। মহানগর প্রজেক্টের বাড়িটির ৭ তলায় পরিবারের সঙ্গে সেখানে থাকতেন। ডেভেলপার কোম্পানি  প্লিজেন্ট প্রোপ্রার্টিজ (প্রা.) লিমিটেড তাদের মোট ৫টি ফ্ল্যাট বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও কিছুতেই তারা এটি বুঝিয়ে দিচ্ছিল না। এ নিয়ে বছরখানেক আগে একটি মামলাও করা হয়।

তিনি আরো জানান, বুধবার ডেভেলপার কোম্পানির সঙ্গে একটি সমঝোতা হয়। সেখানে ৮ তলায় দুটি ফ্ল্যাট তামিমদের দেওয়ার কথা জানানো হয়। সে অনুযায়ী বৃহস্পতিবার সকালে ৮ তলার ফ্ল্যাটে লেবার দিয়ে কিছু কাজ করাচ্ছিলেন তামিম। ঐ সময় হঠাৎ ডেভেলপার কোম্পানির ব্যবস্থাপক, কর্ণধারসহ তাদের সন্ত্রাসী বাহিনী ফ্ল্যাটে অতর্কিত হামলা চালিয়ে তামিমকে মারধর করতে থাকে। পরে চিৎকার শুনে তামিমের বড় ভাই সামভির জাহান ইসলাম ছুটে এলে তাকেও মারধর করে তারা। পরে জাতীয় জরুরি সেবা-৯৯৯ এ কল করে সহায়তা চাওয়া হয়। এর মধ্যেই অসুস্থ বোধ করলে সঙ্গে সঙ্গে তামিমকে মনোয়ারা হাসপাতালে নেয়া হয়। তবে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

জনপ্রিয়

ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ

রামপুরায় টেলিভিশনের কর্মীকে পিটিয়ে হত্যা, আটক ৩

প্রকাশিত: ০৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪

রাজধানীর রামপুরায় ডেভেলপার কোম্পানির দ্বন্দ্বের জেরে দিনদুপুরে বাড়িতে ঢুকে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভির সম্প্রচার বিভাগের কর্মী তানজিল জাহান ইসলাম তামিমকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার রামপুরা মহানগর প্রজেক্ট এলাকার ৪ নম্বর রোডের ডি-ব্লকের বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই ঐ তিনজনকে আটক করা হয়।

হাতিরঝিল থানার ওসি সাইফুল ইসলাম জানান, মহানগর প্রজেক্ট এলাকার ৪ নম্বর রোডের ডি-ব্লকের বাড়ির ৮ তলার ফ্লাটে ঢুকে তামিমকে পিটিয়ে গুরুতর আহত করে একদল দুর্বৃত্ত। পরে তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী মনোয়ারা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, নিহতের বাবাসহ তিনজন ঐ বাড়িটির জমির মালিক। তাদের সঙ্গে ডেভেলপার কোম্পানির দ্বন্দ্বের জেরে বাসার ভেতরে প্রবেশ করে বহিরাগতসহ ডেভেলপারের লোকজন। সেখানে বাক্‌বিতণ্ডার এক পর্যায়ে তামিমের বুকে কিল-ঘুষি ছাড়াও তাকে মারধরের পর গলা টিপে ধরা হয়। এতে তামিম অচেতন হয়ে পড়েন। একপর্যায়ে লোকজন তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার পরপরই ডেভেলপার কোম্পানির ইঞ্জিনিয়ারসহ তিনজনকে আটক করা হয়েছে।

পুরো ঘটনার তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওসি সাইফুল।

নিহত তামিমের মামা মাসুদ করিম জানান, চুয়েট থেকে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করে তামিম দীপ্ত টিভির সম্প্রচার বিভাগে যোগ দেন। মহানগর প্রজেক্টের বাড়িটির ৭ তলায় পরিবারের সঙ্গে সেখানে থাকতেন। ডেভেলপার কোম্পানি  প্লিজেন্ট প্রোপ্রার্টিজ (প্রা.) লিমিটেড তাদের মোট ৫টি ফ্ল্যাট বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও কিছুতেই তারা এটি বুঝিয়ে দিচ্ছিল না। এ নিয়ে বছরখানেক আগে একটি মামলাও করা হয়।

তিনি আরো জানান, বুধবার ডেভেলপার কোম্পানির সঙ্গে একটি সমঝোতা হয়। সেখানে ৮ তলায় দুটি ফ্ল্যাট তামিমদের দেওয়ার কথা জানানো হয়। সে অনুযায়ী বৃহস্পতিবার সকালে ৮ তলার ফ্ল্যাটে লেবার দিয়ে কিছু কাজ করাচ্ছিলেন তামিম। ঐ সময় হঠাৎ ডেভেলপার কোম্পানির ব্যবস্থাপক, কর্ণধারসহ তাদের সন্ত্রাসী বাহিনী ফ্ল্যাটে অতর্কিত হামলা চালিয়ে তামিমকে মারধর করতে থাকে। পরে চিৎকার শুনে তামিমের বড় ভাই সামভির জাহান ইসলাম ছুটে এলে তাকেও মারধর করে তারা। পরে জাতীয় জরুরি সেবা-৯৯৯ এ কল করে সহায়তা চাওয়া হয়। এর মধ্যেই অসুস্থ বোধ করলে সঙ্গে সঙ্গে তামিমকে মনোয়ারা হাসপাতালে নেয়া হয়। তবে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।