ঢাকা , সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
সিলেটে ছুরিকাঘাতে ফেরিওয়ালা খুন তিন স্তরে ইন্টারনেটের দাম কমতে যাচ্ছে বাংলাদেশে আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে ২০ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার পেস তাণ্ডবে টাইগারদের স্বস্তির সকাল গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ৩, স্বীকারোক্তিমূলক জবানবন্দি আবহাওয়া নিয়ে সতর্কবানী দিল আবহাওয়া অধিদপ্তর গ্রাম আদালত বিলুপ্তির সুপারিশ করেছে স্থানীয় সরকার সংস্কার কমিশন বাংলাদেশে কোনো সংখ্যালঘু নির্যাতন হয় না: ধর্ম উপদেষ্টা মার্কিন ভ্রমণ সতর্কতা নিয়ে ভারতীয় কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর: প্রধান উপদেষ্টার প্রেস উইং জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় স্থগিত করলেন চেম্বার আদালত

শাহবাগে পরিস্থিতি উত্তাল, লাকি আক্তারকে গ্রেফতারের দাবিতে ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

রাজধানীর শাহবাগ এলাকায় বৃহস্পতিবার রাতে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে, যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা শাহবাগে লাকি আক্তারকে গ্রেফতারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন। বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও শাহবাগ গণজাগরণ মঞ্চের অন্যতম সমন্বয়ক লাকি আক্তারের বিরুদ্ধে গ্রেফতারি দাবি জানিয়ে শিক্ষার্থীরা মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন।

রাত সোয়া ১টায় বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে মিছিল নিয়ে রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে শিক্ষার্থীরা শাহবাগ প্রজন্ম চত্বরে পৌঁছান। সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ করে এবং ‘শাহবাগ নো মোর’, ‘তুই হাসিনা, তুই হাসিনা’, ‘চব্বিশের বাংলায় শাহবাগের ঠাঁই নাই’সহ বিভিন্ন স্লোগান দেন।

শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, ২০১৩ সালে গণজাগরণ মঞ্চ তৈরি করে লাকি আক্তাররা বিচারহীনতার সংস্কৃতি সৃষ্টি করেছিল এবং এখন তারা আবার সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করছে। তারা বলছেন, “শাহবাগের উত্থান আর মেনে নেওয়া হবে না” এবং পুলিশ সদস্যদের ওপর হামলার জন্য লাকি আক্তারসহ অন্যদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

এদিকে, বৃহস্পতিবার বিকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে ধর্ষণবিরোধী পদযাত্রা থেকে পুলিশের ওপর হামলা চালানো হয়। পুলিশ জানিয়েছে, পদযাত্রা থেকে বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এতে বিক্ষোভকারীরা পুলিশ সদস্যদের ওপর চড়াও হয়ে মারমুখী আচরণ শুরু করে এবং একপর্যায়ে পুলিশের সঙ্গে ধ্বস্তাধস্তিতে লিপ্ত হয়।

এ হামলায় রমনা জোনের সহকারী কমিশনারসহ পুলিশের কয়েকজন সদস্য আহত হন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। শিক্ষার্থীরা লাকি আক্তারসহ হামলাকারীদের গ্রেফতার না করলে তারা আবার রাজপথে নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।

শিক্ষার্থীরা বলেছেন, তারা ২৪ ঘণ্টার মধ্যে লাকি আক্তারকে গ্রেফতার না করলে পরবর্তী সময়ে আরো কঠোর আন্দোলনের দিকে যেতে প্রস্তুত।

জনপ্রিয়

সিলেটে ছুরিকাঘাতে ফেরিওয়ালা খুন

শাহবাগে পরিস্থিতি উত্তাল, লাকি আক্তারকে গ্রেফতারের দাবিতে ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশিত: ০৩:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

রাজধানীর শাহবাগ এলাকায় বৃহস্পতিবার রাতে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে, যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা শাহবাগে লাকি আক্তারকে গ্রেফতারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন। বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও শাহবাগ গণজাগরণ মঞ্চের অন্যতম সমন্বয়ক লাকি আক্তারের বিরুদ্ধে গ্রেফতারি দাবি জানিয়ে শিক্ষার্থীরা মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন।

রাত সোয়া ১টায় বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে মিছিল নিয়ে রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে শিক্ষার্থীরা শাহবাগ প্রজন্ম চত্বরে পৌঁছান। সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ করে এবং ‘শাহবাগ নো মোর’, ‘তুই হাসিনা, তুই হাসিনা’, ‘চব্বিশের বাংলায় শাহবাগের ঠাঁই নাই’সহ বিভিন্ন স্লোগান দেন।

শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, ২০১৩ সালে গণজাগরণ মঞ্চ তৈরি করে লাকি আক্তাররা বিচারহীনতার সংস্কৃতি সৃষ্টি করেছিল এবং এখন তারা আবার সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করছে। তারা বলছেন, “শাহবাগের উত্থান আর মেনে নেওয়া হবে না” এবং পুলিশ সদস্যদের ওপর হামলার জন্য লাকি আক্তারসহ অন্যদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

এদিকে, বৃহস্পতিবার বিকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে ধর্ষণবিরোধী পদযাত্রা থেকে পুলিশের ওপর হামলা চালানো হয়। পুলিশ জানিয়েছে, পদযাত্রা থেকে বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এতে বিক্ষোভকারীরা পুলিশ সদস্যদের ওপর চড়াও হয়ে মারমুখী আচরণ শুরু করে এবং একপর্যায়ে পুলিশের সঙ্গে ধ্বস্তাধস্তিতে লিপ্ত হয়।

এ হামলায় রমনা জোনের সহকারী কমিশনারসহ পুলিশের কয়েকজন সদস্য আহত হন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। শিক্ষার্থীরা লাকি আক্তারসহ হামলাকারীদের গ্রেফতার না করলে তারা আবার রাজপথে নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।

শিক্ষার্থীরা বলেছেন, তারা ২৪ ঘণ্টার মধ্যে লাকি আক্তারকে গ্রেফতার না করলে পরবর্তী সময়ে আরো কঠোর আন্দোলনের দিকে যেতে প্রস্তুত।