ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক এবং বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।
মঙ্গলবার (১১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মধ্যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের চেয়ারম্যান মো. সাইদুর রহমান। তাকে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে এবং তার চাকরি ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
অন্যদিকে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত সচিব নুজহাত ইয়াসমিনকে প্রেষণে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তার চাকরি শিল্প মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। এই নিয়োগগুলো জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।