ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইয়েমেনের রাস ঈসা বন্দরে নিহতের সংখ্যা বেড়ে ৮০, আহত ১৭১ দিলীপ ঘোষের বিয়ে ঘিরে প্রশ্ন: আরএসএস প্রচারকেরা কি বিয়ে করতে পারেন? সংগঠনটির প্রচারক ছিলেন মোদিও নিখোঁজের ১৪ ঘণ্টা পর চট্টগ্রামে শিশুর লাশ উদ্ধার টাঙ্গাইলে অবৈধ ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু শায়েস্তাগঞ্জে আগুনে পুড়ল ১৫ টি দোকান বিডিআর হত্যাকাণ্ড: সহায়ক তথ্য আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি মালয়েশিয়ায় ১৬৫ বাংলাদেশিসহ ৫০৬ জন অভিবাসী আটক ইভ্যালির অর্থ আত্মসাৎ: গ্রাহকদের মানববন্ধন ও রাসেলের গ্রেফতারের দাবি কক্সবাজার-মহেশখালী রুটে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চালু হলো সি-ট্রাক

একটা শ্রেণি দেশকে অস্থিতিশীল করার জন্য উঠেপড়ে লেগেছে: ইনকিলাব মঞ্চ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদী সোমবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তিনি অভিযোগ করেন যে একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করতে উঠেপড়ে লেগেছে এবং নৈরাজ্য, খুন, ধর্ষণ, চাঁদাবাজি, ডাকাতির মতো ঘটনা ঘটাচ্ছে। এ সময় তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানান।

শরীফ ওসমান বিন হাদীর  বলেন, সারা দেশে চাঁদাবাজি, ধর্ষণ, ছিনতাই নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে গেছে। এসব সাধারণ অপরাধীদের কাজ নয়, বরং একটি বিশেষ গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার জন্য উঠেপড়ে লেগেছে।

শরীফ ওসমান বিন হাদী স্বরাষ্ট্র উপদেষ্টার অযোগ্যতা ও দায় স্বীকার করে পদত্যাগ করার দাবি জানান। তিনি বলেন, “আমরা কিছুদিন আগেও লাল চুড়ি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে যেতে চেয়েছিলাম। আমরা জানি না ঠিক কী করলে তিনি পদত্যাগ করবেন। উনি অযোগ্য লোক। এই পদে বসে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নের সাহস বা সক্ষমতা তার নেই।”

তিনি আইন উপদেষ্টা আসিফ নজরুলের বিরুদ্ধে অভিযোগ করেন যে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারিকৃত সন্ত্রাসীদের তিনি কীভাবে মুক্তি দিচ্ছেন। তিনি প্রশ্ন তোলেন, “জুলাই আন্দোলনের অনেক ব্যক্তির মিথ্যা মামলা কেন প্রত্যাহার হয়নি?”

তিনি সেনাপ্রধানের সাম্প্রতিক বক্তব্যকে প্রত্যাখ্যান করে বলেন, “সেনাপ্রধান সম্প্রতি নির্বাচিত সরকার নিয়ে যে বক্তব্য দিয়েছেন, তা ভারতের সঙ্গে মিলে যায়। আমরা এই বক্তব্যকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করি।”

তিনি বলেন, বিএনপি না চাইলে দেশে কোনো সংস্কার সম্ভব হবে না। তিনি জামায়াতের সঙ্গে বিএনপিকে সমঝোতায় আসার আহ্বান জানান।

তিনি ২৫ ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবসকে ‘গ’ শাখায় অধিভুক্ত করার সিদ্ধান্তকে ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করেন এবং এটিকে ‘ক’ শাখায় অধিভুক্ত করার দাবি জানান।

তিনি প্রশ্ন তোলেন, “সেনাবাহিনী কি আরেকটা ১/১১ চাচ্ছে?” তিনি বলেন, দেশে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার চলছে এবং সেনা মোতায়েন থাকা অবস্থায় কীভাবে এসব অপরাধ হতে পারে তা নিয়ে প্রশ্ন তোলেন।

তিনি ছাত্র-জনতাকে নিয়ে কমিউনিটি পুলিশিং চালু করার আহ্বান জানান এবং পুলিশকে প্রতি সপ্তাহে অপরাধ ও তদন্তের সামারি দেওয়ার নির্দেশ দেন।

তিনি নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানালেও ইনকিলাব মঞ্চ কোনো দলের সঙ্গে যাবে না বলে জানান।

 

এই সংবাদ সম্মেলনে শরীফ ওসমান বিন হাদী দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তার উদ্বেগ প্রকাশ করেন এবং বিভিন্ন বিষয়ে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।

জনপ্রিয়

ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ

একটা শ্রেণি দেশকে অস্থিতিশীল করার জন্য উঠেপড়ে লেগেছে: ইনকিলাব মঞ্চ

প্রকাশিত: ০৭:১২ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদী সোমবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তিনি অভিযোগ করেন যে একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করতে উঠেপড়ে লেগেছে এবং নৈরাজ্য, খুন, ধর্ষণ, চাঁদাবাজি, ডাকাতির মতো ঘটনা ঘটাচ্ছে। এ সময় তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানান।

শরীফ ওসমান বিন হাদীর  বলেন, সারা দেশে চাঁদাবাজি, ধর্ষণ, ছিনতাই নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে গেছে। এসব সাধারণ অপরাধীদের কাজ নয়, বরং একটি বিশেষ গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার জন্য উঠেপড়ে লেগেছে।

শরীফ ওসমান বিন হাদী স্বরাষ্ট্র উপদেষ্টার অযোগ্যতা ও দায় স্বীকার করে পদত্যাগ করার দাবি জানান। তিনি বলেন, “আমরা কিছুদিন আগেও লাল চুড়ি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে যেতে চেয়েছিলাম। আমরা জানি না ঠিক কী করলে তিনি পদত্যাগ করবেন। উনি অযোগ্য লোক। এই পদে বসে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নের সাহস বা সক্ষমতা তার নেই।”

তিনি আইন উপদেষ্টা আসিফ নজরুলের বিরুদ্ধে অভিযোগ করেন যে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারিকৃত সন্ত্রাসীদের তিনি কীভাবে মুক্তি দিচ্ছেন। তিনি প্রশ্ন তোলেন, “জুলাই আন্দোলনের অনেক ব্যক্তির মিথ্যা মামলা কেন প্রত্যাহার হয়নি?”

তিনি সেনাপ্রধানের সাম্প্রতিক বক্তব্যকে প্রত্যাখ্যান করে বলেন, “সেনাপ্রধান সম্প্রতি নির্বাচিত সরকার নিয়ে যে বক্তব্য দিয়েছেন, তা ভারতের সঙ্গে মিলে যায়। আমরা এই বক্তব্যকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করি।”

তিনি বলেন, বিএনপি না চাইলে দেশে কোনো সংস্কার সম্ভব হবে না। তিনি জামায়াতের সঙ্গে বিএনপিকে সমঝোতায় আসার আহ্বান জানান।

তিনি ২৫ ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবসকে ‘গ’ শাখায় অধিভুক্ত করার সিদ্ধান্তকে ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করেন এবং এটিকে ‘ক’ শাখায় অধিভুক্ত করার দাবি জানান।

তিনি প্রশ্ন তোলেন, “সেনাবাহিনী কি আরেকটা ১/১১ চাচ্ছে?” তিনি বলেন, দেশে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার চলছে এবং সেনা মোতায়েন থাকা অবস্থায় কীভাবে এসব অপরাধ হতে পারে তা নিয়ে প্রশ্ন তোলেন।

তিনি ছাত্র-জনতাকে নিয়ে কমিউনিটি পুলিশিং চালু করার আহ্বান জানান এবং পুলিশকে প্রতি সপ্তাহে অপরাধ ও তদন্তের সামারি দেওয়ার নির্দেশ দেন।

তিনি নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানালেও ইনকিলাব মঞ্চ কোনো দলের সঙ্গে যাবে না বলে জানান।

 

এই সংবাদ সম্মেলনে শরীফ ওসমান বিন হাদী দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তার উদ্বেগ প্রকাশ করেন এবং বিভিন্ন বিষয়ে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।