ঢাকা , বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
দিনদুপুরে বিচারকের বাসায় টাকা-স্বর্নালংকার চুরি প্রধান উপদেষ্টার বিরুদ্ধে দুদকের দায়ের করা মামলা বাতিল নারায়ণগঞ্জের ফতুল্লায় জুটের গোডাউন ও ছাপাখানায় ভয়াবহ আগুন ছয় দফা দাবিতে আন্দোলন সাময়িক স্থগিত করল কারিগরি ছাত্র আন্দোলন এনআইডি সংশোধনে গতি আনতে ইসির নতুন ‘ক্র্যাশ প্রোগ্রাম উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে বিশ্ব ব্যাংকের সাত সদস্যের প্রতিনিধি দল কুয়েটের রোকেয়া হলের তালা ভেঙে ঢুকলেন ছাত্রীরা, আন্দোলন চলছে অনড়ভাবে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাঘাটা উপজেলা বিএনপি নেতা সেলিম আহম্মেদ তুলিপ অব্যাহতি শাহাব উদ্দিন হত্যাকাণ্ডে ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন প্রধান উপদেষ্টা

ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে যৌথ অর্থনীতি গড়ে তোলার আহ্বান জানিয়েছেন, অধ্যাপক ইউনূসের

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান—এই চার দেশের মধ্যে একটি যৌথ অর্থনীতি গড়ে তোলার ওপর জোর দিয়েছেন। তিনি মনে করেন, ভৌগোলিক অবস্থানের কারণে এই চার দেশ যদি যৌথ অর্থনীতি গড়ে তুলতে পারে, তবে তারা সবাই লাভবান হবে। তিনি জানান, ইতিমধ্যে এই প্রক্রিয়া শুরু হয়েছে।

রোববার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের সম্মেলন ২০২৫-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অধ্যাপক ইউনূস বলেন, ‘প্রাকৃতিক দিক থেকে আমরা অত্যন্ত সৌভাগ্যবান। এছাড়া আমাদের রয়েছে বিপুল জনসংখ্যা, যা দেশের জন্য একটি বড় সম্পদ।’ তিনি আরও বলেন, বাংলাদেশের তরুণরা বিশ্ব জয় করতে সক্ষম। তাই তাদের জন্য সুযোগের দরজা খুলে দিতে হবে।

তিনি উল্লেখ করেন, ‘জুলাই-আগস্ট মাসে আমাদের তরুণরা যা অর্জন করেছে, তা পৃথিবীর অন্য কোথাও দেখা যায়নি।’ দুর্নীতিকে বাংলাদেশের সবচেয়ে বড় বাঁধা হিসেবে উল্লেখ করে তিনি সরকারি সেবাগুলোকে অনলাইনে নিয়ে আসার জন্য জনপ্রশাসনের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, আইন উপদেষ্টা আসিফ নজরুল, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ এবং অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. নজরুল ইসলাম বক্তব্য রাখেন।

জনপ্রিয়

দিনদুপুরে বিচারকের বাসায় টাকা-স্বর্নালংকার চুরি

ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে যৌথ অর্থনীতি গড়ে তোলার আহ্বান জানিয়েছেন, অধ্যাপক ইউনূসের

প্রকাশিত: ০৩:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান—এই চার দেশের মধ্যে একটি যৌথ অর্থনীতি গড়ে তোলার ওপর জোর দিয়েছেন। তিনি মনে করেন, ভৌগোলিক অবস্থানের কারণে এই চার দেশ যদি যৌথ অর্থনীতি গড়ে তুলতে পারে, তবে তারা সবাই লাভবান হবে। তিনি জানান, ইতিমধ্যে এই প্রক্রিয়া শুরু হয়েছে।

রোববার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের সম্মেলন ২০২৫-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অধ্যাপক ইউনূস বলেন, ‘প্রাকৃতিক দিক থেকে আমরা অত্যন্ত সৌভাগ্যবান। এছাড়া আমাদের রয়েছে বিপুল জনসংখ্যা, যা দেশের জন্য একটি বড় সম্পদ।’ তিনি আরও বলেন, বাংলাদেশের তরুণরা বিশ্ব জয় করতে সক্ষম। তাই তাদের জন্য সুযোগের দরজা খুলে দিতে হবে।

তিনি উল্লেখ করেন, ‘জুলাই-আগস্ট মাসে আমাদের তরুণরা যা অর্জন করেছে, তা পৃথিবীর অন্য কোথাও দেখা যায়নি।’ দুর্নীতিকে বাংলাদেশের সবচেয়ে বড় বাঁধা হিসেবে উল্লেখ করে তিনি সরকারি সেবাগুলোকে অনলাইনে নিয়ে আসার জন্য জনপ্রশাসনের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, আইন উপদেষ্টা আসিফ নজরুল, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ এবং অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. নজরুল ইসলাম বক্তব্য রাখেন।