ঢাকা , সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
গ্রাম আদালত বিলুপ্তির সুপারিশ করেছে স্থানীয় সরকার সংস্কার কমিশন বাংলাদেশে কোনো সংখ্যালঘু নির্যাতন হয় না: ধর্ম উপদেষ্টা মার্কিন ভ্রমণ সতর্কতা নিয়ে ভারতীয় কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর: প্রধান উপদেষ্টার প্রেস উইং জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় স্থগিত করলেন চেম্বার আদালত দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৬.৭০ বিলিয়ন ডলার: বাংলাদেশ ব্যাংক ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা নিয়ে পিএসসির নতুন বিজ্ঞপ্তি চবির সমাবর্তনের ১৮ হাজার সনদে নিজ হাতে স্বাক্ষর করছেন উপাচার্য উখিয়ায় চাকমা তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রোহিঙ্গা যুবক আটক বৈষম্যবিরোধী আন্দোলন প্লাটফর্মের বিলুপ্তি চান সাধারণ শিক্ষার্থীরা টঙ্গীতে চায়ের দোকান থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

সুদানে রাশিয়ার নৌঘাঁটি স্থাপন চুক্তিতে সম্মত সুদান

যুদ্ধবিধ্বস্ত সুদানে রাশিয়ার নৌঘাঁটি স্থাপন নিয়ে চূড়ান্ত চুক্তিতে সম্মত হয়েছে দেশটি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। সুদানের পররাষ্ট্রমন্ত্রী আলী ইউসিফ বুধবার জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে চুক্তি সই হয়েছে এবং একটি নৌঘাঁটি স্থাপন নিয়ে তাঁরা পুরোপুরি একমত হয়েছেন। চুক্তিটি এখন শুধু অনুমোদনের অপেক্ষায়।

 

এছাড়া, সুদানের সরকার জানিয়েছে, রাশিয়ার নৌঘাঁটি গড়তে আর কোনো বাধা নেই। এটি একটি ‘বন্দর’ স্থাপনের জন্য চুক্তি করা হয়েছে। এর মাধ্যমে সুদান ও রাশিয়ার মধ্যে দীর্ঘদিনের আলোচনার পর একটি সমঝোতা তৈরি হলো।

২০১৯ সালে সুদানের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ওমর আল-বশিরের সঙ্গে রাশিয়া প্রথম নৌঘাঁটি স্থাপনের বিষয়ে আলোচনা শুরু করেছিল। কিন্তু সামরিক অভ্যুত্থানের পর বশির ক্ষমতাচ্যুত হলে সামরিক সরকার বিষয়টি পুনর্মূল্যায়নের কথা জানিয়েছিল। ২০২০ সালে নভেম্বরে প্রাথমিক চুক্তি সই হয়েছিল, তবে এর পর থেকে এটি চূড়ান্ত করা হয়নি।

হর্ন অব আফ্রিকা উপকূলে এই নৌঘাঁটির স্থাপনের ফলে গুরুত্বপূর্ণ কৌশলগত ও বাণিজ্যিক পথের ওপর রাশিয়ার উপস্থিতি বাড়বে, যেখানে এর আগে যুক্তরাষ্ট্র, চীন ও ফ্রান্সের নৌবাহিনীর উপস্থিতি রয়েছে।

মস্কোতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ইউসিফ বলেছেন, “আমরা সব বিষয়ে একমত হয়েছি এবং চুক্তিটি এখন শুধুমাত্র অনুমোদন বাকি।”

এ বিষয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী লাভরভ কোনো মন্তব্য করেননি।

জনপ্রিয়

গ্রাম আদালত বিলুপ্তির সুপারিশ করেছে স্থানীয় সরকার সংস্কার কমিশন

সুদানে রাশিয়ার নৌঘাঁটি স্থাপন চুক্তিতে সম্মত সুদান

প্রকাশিত: ১০:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫

যুদ্ধবিধ্বস্ত সুদানে রাশিয়ার নৌঘাঁটি স্থাপন নিয়ে চূড়ান্ত চুক্তিতে সম্মত হয়েছে দেশটি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। সুদানের পররাষ্ট্রমন্ত্রী আলী ইউসিফ বুধবার জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে চুক্তি সই হয়েছে এবং একটি নৌঘাঁটি স্থাপন নিয়ে তাঁরা পুরোপুরি একমত হয়েছেন। চুক্তিটি এখন শুধু অনুমোদনের অপেক্ষায়।

 

এছাড়া, সুদানের সরকার জানিয়েছে, রাশিয়ার নৌঘাঁটি গড়তে আর কোনো বাধা নেই। এটি একটি ‘বন্দর’ স্থাপনের জন্য চুক্তি করা হয়েছে। এর মাধ্যমে সুদান ও রাশিয়ার মধ্যে দীর্ঘদিনের আলোচনার পর একটি সমঝোতা তৈরি হলো।

২০১৯ সালে সুদানের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ওমর আল-বশিরের সঙ্গে রাশিয়া প্রথম নৌঘাঁটি স্থাপনের বিষয়ে আলোচনা শুরু করেছিল। কিন্তু সামরিক অভ্যুত্থানের পর বশির ক্ষমতাচ্যুত হলে সামরিক সরকার বিষয়টি পুনর্মূল্যায়নের কথা জানিয়েছিল। ২০২০ সালে নভেম্বরে প্রাথমিক চুক্তি সই হয়েছিল, তবে এর পর থেকে এটি চূড়ান্ত করা হয়নি।

হর্ন অব আফ্রিকা উপকূলে এই নৌঘাঁটির স্থাপনের ফলে গুরুত্বপূর্ণ কৌশলগত ও বাণিজ্যিক পথের ওপর রাশিয়ার উপস্থিতি বাড়বে, যেখানে এর আগে যুক্তরাষ্ট্র, চীন ও ফ্রান্সের নৌবাহিনীর উপস্থিতি রয়েছে।

মস্কোতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ইউসিফ বলেছেন, “আমরা সব বিষয়ে একমত হয়েছি এবং চুক্তিটি এখন শুধুমাত্র অনুমোদন বাকি।”

এ বিষয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী লাভরভ কোনো মন্তব্য করেননি।