ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইয়েমেনের রাস ঈসা বন্দরে নিহতের সংখ্যা বেড়ে ৮০, আহত ১৭১ দিলীপ ঘোষের বিয়ে ঘিরে প্রশ্ন: আরএসএস প্রচারকেরা কি বিয়ে করতে পারেন? সংগঠনটির প্রচারক ছিলেন মোদিও নিখোঁজের ১৪ ঘণ্টা পর চট্টগ্রামে শিশুর লাশ উদ্ধার টাঙ্গাইলে অবৈধ ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু শায়েস্তাগঞ্জে আগুনে পুড়ল ১৫ টি দোকান বিডিআর হত্যাকাণ্ড: সহায়ক তথ্য আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি মালয়েশিয়ায় ১৬৫ বাংলাদেশিসহ ৫০৬ জন অভিবাসী আটক ইভ্যালির অর্থ আত্মসাৎ: গ্রাহকদের মানববন্ধন ও রাসেলের গ্রেফতারের দাবি কক্সবাজার-মহেশখালী রুটে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চালু হলো সি-ট্রাক

ফুলকপি কেজি পাঁচ টাকা, ক্ষোভে মাঠেই কুপিয়ে নষ্ট

রাঙ্গুনিয়া পৌরসভার মুরাদনগর গ্রামের কৃষক মোহাম্মদ মহিউদ্দিন। নিজের ক্ষেতের ফুলকপি কুপিয়ে নষ্ট করে সেই ভিডিও শেয়ার করেছেন ফেসবুকে। যেখানে নানা প্রতিক্রিয়া জানাচ্ছেন সাধারণ মানুষ। যোগাযোগ করা হলে বলেন, ১০ হাজার ফুলকপি আবাদ করেছেন তিনি। প্রতিটির পেছনে খরচ পড়েছে ১৫ টাকা করে। কিন্তু পাইকারিভাবে কেজি ৫ টাকার বেশি কেউ নিচ্ছে না। তাই ক্ষোভে এমনটি করছেন বলে জানান তিনি। তিনি আরও জানান, মুরাদনগর সদর আলী স্কুল সংলগ্ন মাঠে তিনি বেগুন, মরিচ, পরাশ শিম, মিষ্টি কুমড়াসহ নানা সবজি আবাদ করেছেন। এরমধ্যে ফুলকপিগুলো ভালো লাভের আশায় আবাদ করে উল্টো বেকায়দায় পড়তে হয়েছে।

 

একইবিলের কৃষক রওশন আলী খান জানান, তিনিও ১০ গন্ডা জমিতে ফুলকপি আবাদ করেছেন। প্রথমদিকে কিছু বিক্রি হলেও পরবর্তীতে ক্রেতাও মিলছে না। বাজারের বেপারিরাও নিতে আগ্রহ দেখাচ্ছে না। তাই ফুলকপি না তুলে মাঠেই রেখে দিয়েছেন। এখন সব নষ্ট হয়ে গেছে।

 

জানা যায়, মাঠে ফুলকপির দাম কৃষক পর্যায়ে যখন ৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে, তখন বাজারে ২৫–৩০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারের বেপারিদেরই কম দামে কিনে এই বাড়তি দামে বিক্রি করতে দেখা গেছে।

 

উপজেলার শান্তিরহাট বাজারের বেপারি হোসেন আলী জানান, বাজারে প্রচুর ফুলকপি উঠায় ঠিকমতো বিক্রি হয় না। বাজারের নির্ধারিত দিনে আমাদের পাশাপাশি মৌসুমী ব্যবসায়ী ও কৃষকরাও সরাসরি হাটে ফুলকপি বিক্রি করেন। তাই কৃষকদের থেকে যা আনি তার অর্ধেকই নষ্ট হয়ে যায়। তাই বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে।

 

পদুয়া ইউনিয়নের কৃষক হাকিম উদ্দিন জানান, সঞ্চয় এবং এনজিও থেকে ঋণের টাকায় ফুলকপিসহ নানা সবজি উৎপাদন করে এখন চরম বিপাকে পড়েছেন। সামনের মৌসুমে নতুন সবজি চাষ করবে কি না, তা অনিশ্চিত হয়ে পড়েছে বলে তিনি জানান।

 

এই বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা ইমরুল কায়েস জানান, নভেম্বর–ডিসেম্বরের দিকে ফুলকপির বেশ চাহিদা থাকে। দামও ভালো পাওয়া যায়। তখন ফুলকপির স্বাধও ভালো থাকে। কিন্তু এরপর থেকে স্বাধও কমে যায়, ক্রেতারাও প্রয়োজনের অতিরিক্ত কিনতে চায় না। তাই দাম পাচ্ছেন না। তবে এবার রাঙ্গুনিয়ায় সব ধরনের সবজির বেশ ভালোই আবাদ হয়েছে। দুয়েকটা বাদ দিলে প্রায় সব সবজিতেই ভালো দাম পাচ্ছেন কৃষকরা।

জনপ্রিয়

ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ

ফুলকপি কেজি পাঁচ টাকা, ক্ষোভে মাঠেই কুপিয়ে নষ্ট

প্রকাশিত: ০৭:৪০ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫

রাঙ্গুনিয়া পৌরসভার মুরাদনগর গ্রামের কৃষক মোহাম্মদ মহিউদ্দিন। নিজের ক্ষেতের ফুলকপি কুপিয়ে নষ্ট করে সেই ভিডিও শেয়ার করেছেন ফেসবুকে। যেখানে নানা প্রতিক্রিয়া জানাচ্ছেন সাধারণ মানুষ। যোগাযোগ করা হলে বলেন, ১০ হাজার ফুলকপি আবাদ করেছেন তিনি। প্রতিটির পেছনে খরচ পড়েছে ১৫ টাকা করে। কিন্তু পাইকারিভাবে কেজি ৫ টাকার বেশি কেউ নিচ্ছে না। তাই ক্ষোভে এমনটি করছেন বলে জানান তিনি। তিনি আরও জানান, মুরাদনগর সদর আলী স্কুল সংলগ্ন মাঠে তিনি বেগুন, মরিচ, পরাশ শিম, মিষ্টি কুমড়াসহ নানা সবজি আবাদ করেছেন। এরমধ্যে ফুলকপিগুলো ভালো লাভের আশায় আবাদ করে উল্টো বেকায়দায় পড়তে হয়েছে।

 

একইবিলের কৃষক রওশন আলী খান জানান, তিনিও ১০ গন্ডা জমিতে ফুলকপি আবাদ করেছেন। প্রথমদিকে কিছু বিক্রি হলেও পরবর্তীতে ক্রেতাও মিলছে না। বাজারের বেপারিরাও নিতে আগ্রহ দেখাচ্ছে না। তাই ফুলকপি না তুলে মাঠেই রেখে দিয়েছেন। এখন সব নষ্ট হয়ে গেছে।

 

জানা যায়, মাঠে ফুলকপির দাম কৃষক পর্যায়ে যখন ৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে, তখন বাজারে ২৫–৩০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারের বেপারিদেরই কম দামে কিনে এই বাড়তি দামে বিক্রি করতে দেখা গেছে।

 

উপজেলার শান্তিরহাট বাজারের বেপারি হোসেন আলী জানান, বাজারে প্রচুর ফুলকপি উঠায় ঠিকমতো বিক্রি হয় না। বাজারের নির্ধারিত দিনে আমাদের পাশাপাশি মৌসুমী ব্যবসায়ী ও কৃষকরাও সরাসরি হাটে ফুলকপি বিক্রি করেন। তাই কৃষকদের থেকে যা আনি তার অর্ধেকই নষ্ট হয়ে যায়। তাই বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে।

 

পদুয়া ইউনিয়নের কৃষক হাকিম উদ্দিন জানান, সঞ্চয় এবং এনজিও থেকে ঋণের টাকায় ফুলকপিসহ নানা সবজি উৎপাদন করে এখন চরম বিপাকে পড়েছেন। সামনের মৌসুমে নতুন সবজি চাষ করবে কি না, তা অনিশ্চিত হয়ে পড়েছে বলে তিনি জানান।

 

এই বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা ইমরুল কায়েস জানান, নভেম্বর–ডিসেম্বরের দিকে ফুলকপির বেশ চাহিদা থাকে। দামও ভালো পাওয়া যায়। তখন ফুলকপির স্বাধও ভালো থাকে। কিন্তু এরপর থেকে স্বাধও কমে যায়, ক্রেতারাও প্রয়োজনের অতিরিক্ত কিনতে চায় না। তাই দাম পাচ্ছেন না। তবে এবার রাঙ্গুনিয়ায় সব ধরনের সবজির বেশ ভালোই আবাদ হয়েছে। দুয়েকটা বাদ দিলে প্রায় সব সবজিতেই ভালো দাম পাচ্ছেন কৃষকরা।