ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইয়েমেনের রাস ঈসা বন্দরে নিহতের সংখ্যা বেড়ে ৮০, আহত ১৭১ দিলীপ ঘোষের বিয়ে ঘিরে প্রশ্ন: আরএসএস প্রচারকেরা কি বিয়ে করতে পারেন? সংগঠনটির প্রচারক ছিলেন মোদিও নিখোঁজের ১৪ ঘণ্টা পর চট্টগ্রামে শিশুর লাশ উদ্ধার টাঙ্গাইলে অবৈধ ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু শায়েস্তাগঞ্জে আগুনে পুড়ল ১৫ টি দোকান বিডিআর হত্যাকাণ্ড: সহায়ক তথ্য আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি মালয়েশিয়ায় ১৬৫ বাংলাদেশিসহ ৫০৬ জন অভিবাসী আটক ইভ্যালির অর্থ আত্মসাৎ: গ্রাহকদের মানববন্ধন ও রাসেলের গ্রেফতারের দাবি কক্সবাজার-মহেশখালী রুটে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চালু হলো সি-ট্রাক

 নিখোঁজের দুইদিনেও মেলেনি শিক্ষকের খোঁজ!

পেকুয়ায় দুই দিনেও অপহৃত শিক্ষক মোহাম্মদ আরিফের (৪৮) সন্ধান মেলেনি। এই অবস্থায় পরিবার সদস্যরা রয়েছেন চরম উৎকণ্ঠায়। গত ২৮ সেপ্টেম্বর রাত নয়টার দিকে পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের চৌমুহনী এলাকা থেকে শিক্ষক আরিফকে অপহরণ করে অজ্ঞাত দুর্বৃত্তরা। আরিফ পেকুয়া সেন্ট্রাল স্কুলের প্রধান শিক্ষক। তার বাড়ি পেকুয়া সদর ইউনিয়নের মাতবর পাড়ায়। এই ঘটনায় গত রবিবার তার স্ত্রী মেহবুবা আনোয়ার পেকুয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

শিক্ষক আরিফের ভাই রিয়াদ জানান– অপহৃত ভাই আরিফের হাতে থাকা মোবাইল ফোন থেকে পরিবারের কাছে কল দেওয়া হয়। এ সময় ওই প্রান্ত থেকে বলা হয়, আরিফকে অপহরণ করা হয়েছে। তাকে যদি জীবিত ফেরত পেতে হয় তাহলে মুক্তিপণ দিতে হবে।

রিয়াদ বলেন, আমার ভাইকে অপহরণ করা হয়েছে। অজ্ঞাত অপহরণকারীরা তিন দফায় মুক্তিপণ চায়। প্রথমে ২৫ লাখ, এর পর ৩৫ লাখ ও সর্বশেষ ৪০ লাখ টাকা মুক্তিপণ না দিলে প্রাণে হত্যার হুমকি দেওয়া হয়েছে। অপহরণকারীরা চট্টগ্রাম বন্দর এলাকায় রয়েছে এবং সেখানে মুক্তিপণের টাকা নিয়ে যাওয়ার জন্যও বলা হয়। শিক্ষক আরিফের স্ত্রী মেহবুবা আনোয়ার স্বামীর এই পরিস্থিতিতে চরম উৎকণ্ঠায় রয়েছেন জানিয়ে বলেন, যে কোন মূল্যে আমার স্বামীকে ফেরত চাই। এ জন্য র‌্যাব ও পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করছি। পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, শিক্ষক আরিফকে অপহরণের পর দুর্বৃত্তদের মুক্তিপণ দাবির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অপহৃত শিক্ষককে উদ্ধারে প্রযুক্তির ব্যবহারসহ বিভিন্ন সংস্থা মাঠে রয়েছে।

জনপ্রিয়

ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ

 নিখোঁজের দুইদিনেও মেলেনি শিক্ষকের খোঁজ!

প্রকাশিত: ১০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪

পেকুয়ায় দুই দিনেও অপহৃত শিক্ষক মোহাম্মদ আরিফের (৪৮) সন্ধান মেলেনি। এই অবস্থায় পরিবার সদস্যরা রয়েছেন চরম উৎকণ্ঠায়। গত ২৮ সেপ্টেম্বর রাত নয়টার দিকে পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের চৌমুহনী এলাকা থেকে শিক্ষক আরিফকে অপহরণ করে অজ্ঞাত দুর্বৃত্তরা। আরিফ পেকুয়া সেন্ট্রাল স্কুলের প্রধান শিক্ষক। তার বাড়ি পেকুয়া সদর ইউনিয়নের মাতবর পাড়ায়। এই ঘটনায় গত রবিবার তার স্ত্রী মেহবুবা আনোয়ার পেকুয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

শিক্ষক আরিফের ভাই রিয়াদ জানান– অপহৃত ভাই আরিফের হাতে থাকা মোবাইল ফোন থেকে পরিবারের কাছে কল দেওয়া হয়। এ সময় ওই প্রান্ত থেকে বলা হয়, আরিফকে অপহরণ করা হয়েছে। তাকে যদি জীবিত ফেরত পেতে হয় তাহলে মুক্তিপণ দিতে হবে।

রিয়াদ বলেন, আমার ভাইকে অপহরণ করা হয়েছে। অজ্ঞাত অপহরণকারীরা তিন দফায় মুক্তিপণ চায়। প্রথমে ২৫ লাখ, এর পর ৩৫ লাখ ও সর্বশেষ ৪০ লাখ টাকা মুক্তিপণ না দিলে প্রাণে হত্যার হুমকি দেওয়া হয়েছে। অপহরণকারীরা চট্টগ্রাম বন্দর এলাকায় রয়েছে এবং সেখানে মুক্তিপণের টাকা নিয়ে যাওয়ার জন্যও বলা হয়। শিক্ষক আরিফের স্ত্রী মেহবুবা আনোয়ার স্বামীর এই পরিস্থিতিতে চরম উৎকণ্ঠায় রয়েছেন জানিয়ে বলেন, যে কোন মূল্যে আমার স্বামীকে ফেরত চাই। এ জন্য র‌্যাব ও পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করছি। পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, শিক্ষক আরিফকে অপহরণের পর দুর্বৃত্তদের মুক্তিপণ দাবির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অপহৃত শিক্ষককে উদ্ধারে প্রযুক্তির ব্যবহারসহ বিভিন্ন সংস্থা মাঠে রয়েছে।