ঢাকা , বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
ধান ৮০ শতাংশ পাকলেই কাটার পরামর্শ কৃষি কর্মকর্তাদের দুইদিনের ব্যবধানে আবার কমলো স্বর্ণের দাম লক্ষ্মীপুরে ট্রাকের ধাক্কায় উপসহকারি কৃষি কর্মকর্তা আব্বাস পাটোয়ারী বাবর নিহত যৌতুকবিহীন বিয়ে, জামায়াতের উপহার পেল নবদম্পতিরা ঢাকার সাবেক এমপি হাবিব হাসানের ছোট ভাই গ্রেফতার ক্রিকেটার রুবেলের ভাতিজা নিখোঁজ বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় শেখ হাসিনার সাবেক সহকারী গ্রেফতার সংগঠনবিরোধী কর্মকাণ্ডে গাইবান্ধার সাহাবুল ইসলাম বহিষ্কার আসামি গ্রেফতারে পূর্বানুমতির আদেশ চেম্বার আদালতেও স্থগিত ডিএনসিসিতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি: অযথা হর্ন বাজানো গাড়ির চালক শনাক্তে উদ্যোগ

অবশেষে রাঙামাটি-খাগড়াছড়ি ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার

অবশেষে রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় পর্যটক ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) এই তথ্য জানান অন্তর্বর্তী সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। তবে বান্দরবানের বিষয়ে সরকার এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি।

 

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, “পরিস্থিতির উন্নতি হওয়ায় ১ নভেম্বর থেকে রাঙামাটি এবং ৫ নভেম্বর থেকে খাগড়াছড়িতে ভ্রমণের ওপর আরোপ করা সিদ্ধান্ত তুলে নেওয়া হবে। ওই দিন থেকেই এই দুটি জেলায় পর্যটকরা ভ্রমণ করতে পারবেন।”

 

তিনি আরো জানান, “বান্দরবানেও খুব সহসাই পর্যটক ভ্রমণ খুলে দেওয়া হবে। তবে কবে এটি খোলা হবে সেই বিষয়ে তিনি কোন মন্তব্য করেননি।”

 

 

বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উম্মে কুলসুম জানান, বান্দরবান পার্বত্য জেলায় পর্যটন খুলে দেওয়ার উপায় নির্ণয়ের জন্য বুধবার বিশেষ সভা আহ্বান করা হয়েছে।

 

সংশ্লিষ্ট সূত্রমতে, বুধবার জেলা প্রশাসক সম্মেলনকক্ষে অনুষ্ঠেয় ওই সভায় নিরাপত্তাসংশ্লিষ্ট কর্তৃপক্ষ, পর্যটন খাতে বিনিয়োগকারী এবং বিভিন্ন সার্ভিস প্রোভাইডার ও সুশীল সমাজ প্রতিনিধিরা অংশ নেবেন।

 

 

উল্লেখ্য, গত ৭ অক্টোবর বান্দরবান, রাঙামাটি এবং খাগড়াছড়ি পার্বত্য জেলার জেলা প্রশাসকগণ যুগপৎভাবে এক বিজ্ঞপ্তি দিয়ে ৮-৩১ অক্টোবর পর্যন্ত এই তিনটি জেলায় ‘পর্যটক ভ্রমণ নিরুৎসাহিত’ করা হয়।

 

বান্দরবান হোটেল-মোটেল-রিসোর্ট মালিক সমিটির সভাপতি সিরাজুল ইসলাম বলেন, কাগজেপত্রে নিরুৎসাহিত করার কথা বলা হলেও এটি ছিল নিষেধাজ্ঞা। ফলে এই সময়ের মধ্যে কোনো পর্যটক পার্বত্য চট্টগ্রাম অঞ্চল ভ্রমণ করতে পারেননি। এর ফলে পর্যটন ব্যবসা মারাত্মক হুমকির মধ্যে পড়েছে।

 

পর্যটক ভ্রমণের ওপর থেকে আরোপিত বিধি-নিষেধ প্রত্যাহারের দাবিতে সোমবার রাজধানীর শাহবাগে এবং মঙ্গলবার টিএসসি এলাকায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জনপ্রিয়

ধান ৮০ শতাংশ পাকলেই কাটার পরামর্শ কৃষি কর্মকর্তাদের

অবশেষে রাঙামাটি-খাগড়াছড়ি ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার

প্রকাশিত: ০৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪

অবশেষে রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় পর্যটক ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) এই তথ্য জানান অন্তর্বর্তী সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। তবে বান্দরবানের বিষয়ে সরকার এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি।

 

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, “পরিস্থিতির উন্নতি হওয়ায় ১ নভেম্বর থেকে রাঙামাটি এবং ৫ নভেম্বর থেকে খাগড়াছড়িতে ভ্রমণের ওপর আরোপ করা সিদ্ধান্ত তুলে নেওয়া হবে। ওই দিন থেকেই এই দুটি জেলায় পর্যটকরা ভ্রমণ করতে পারবেন।”

 

তিনি আরো জানান, “বান্দরবানেও খুব সহসাই পর্যটক ভ্রমণ খুলে দেওয়া হবে। তবে কবে এটি খোলা হবে সেই বিষয়ে তিনি কোন মন্তব্য করেননি।”

 

 

বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উম্মে কুলসুম জানান, বান্দরবান পার্বত্য জেলায় পর্যটন খুলে দেওয়ার উপায় নির্ণয়ের জন্য বুধবার বিশেষ সভা আহ্বান করা হয়েছে।

 

সংশ্লিষ্ট সূত্রমতে, বুধবার জেলা প্রশাসক সম্মেলনকক্ষে অনুষ্ঠেয় ওই সভায় নিরাপত্তাসংশ্লিষ্ট কর্তৃপক্ষ, পর্যটন খাতে বিনিয়োগকারী এবং বিভিন্ন সার্ভিস প্রোভাইডার ও সুশীল সমাজ প্রতিনিধিরা অংশ নেবেন।

 

 

উল্লেখ্য, গত ৭ অক্টোবর বান্দরবান, রাঙামাটি এবং খাগড়াছড়ি পার্বত্য জেলার জেলা প্রশাসকগণ যুগপৎভাবে এক বিজ্ঞপ্তি দিয়ে ৮-৩১ অক্টোবর পর্যন্ত এই তিনটি জেলায় ‘পর্যটক ভ্রমণ নিরুৎসাহিত’ করা হয়।

 

বান্দরবান হোটেল-মোটেল-রিসোর্ট মালিক সমিটির সভাপতি সিরাজুল ইসলাম বলেন, কাগজেপত্রে নিরুৎসাহিত করার কথা বলা হলেও এটি ছিল নিষেধাজ্ঞা। ফলে এই সময়ের মধ্যে কোনো পর্যটক পার্বত্য চট্টগ্রাম অঞ্চল ভ্রমণ করতে পারেননি। এর ফলে পর্যটন ব্যবসা মারাত্মক হুমকির মধ্যে পড়েছে।

 

পর্যটক ভ্রমণের ওপর থেকে আরোপিত বিধি-নিষেধ প্রত্যাহারের দাবিতে সোমবার রাজধানীর শাহবাগে এবং মঙ্গলবার টিএসসি এলাকায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।