মিয়ানমার সীমান্ত হয়ে বাংলাদেশে মাদক পাচার ও চোরাচালান রোধে সীমান্তবর্তী জনগণের সহযোগিতা চেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পাশাপাশি মাদকের বিরুদ্ধে চলমান যুদ্ধে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে।
বুধবার (২১ মে) বিকেল সাড়ে ৪টায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সীমান্তবর্তী রেজুপাড়া এলাকায় এক জনসচেতনতামূলক মতবিনিময় সভায় এ আহ্বান জানান কক্সবাজারের ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এসএম খাইরুল আলম।
তিনি বলেন, সীমান্তবর্তী জনগণ সহযোগিতা করায় বিজিবি দেশকে রক্ষা করতে পারছে। যেকোনো বহির্শত্রুর আক্রমণ থেকে দেশ রক্ষায় বিজিবি সর্বদা প্রস্তুত। প্রয়োজনে বিজিবি আগে বুক পেতে দেবে।
মতবিনিময় সভা শেষে ফুটবল খেলা পরিচালনা কমিটিকে আর্থিক অনুদান প্রদান, ভালুকিয়া ও ফাত্রাঝিরি বৌদ্ধ বিহার, নতুন বৌদ্ধ বিহার এবং করিমিয়া দারুল উলুম মাদ্রাসায় খেলাসামগ্রী ও পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়। পাশাপাশি ফাত্রাঝিরি ও পূর্ব ভালুকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কেও খেলাসামগ্রী প্রদান করা হয়।