৪১তম বিসিএসের পুলিশ ক্যাডারে নিয়োগপ্রাপ্ত ৫ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার চাকরি ছেড়েছেন। মঙ্গলবার (২০ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহবুবুর রহমানের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, চাকরি থেকে অব্যাহতির জন্য ওই কর্মকর্তারা আবেদন করেছিলেন এবং তা গ্রহণ করে তাদের চাকরি থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
চাকরি ছাড়াদের মধ্যে রয়েছেন—রবিউল রায়হান, মো. সুজনুর ইসলাম সুজন, শানিরুল ইসলাম শাওন, মো. মাসুদ রানা এবং কৌশিক ভদ্র।
তারা চলতি বছরের ১৪ জানুয়ারি চাকরি ছাড়ার আবেদন করেছিলেন।
সরকারি সূত্রে জানা গেছে, এই পাঁচ কর্মকর্তা পুলিশের বদলে সরকারের অন্যান্য বিভাগে চাকরির সুযোগ পাওয়ায় পুলিশ বিভাগ থেকে অব্যাহতির আবেদন করেন।