ঢাকা , বুধবার, ২১ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
দুদকের তলবে হাজির হননি উপদেষ্টার সাবেক দুই পিও নরসিংদী স্টেশনে তিনটি আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির অনুমোদন সিলেটে প্রথমবারের মতো চা প্রদর্শনী, চীন-বাংলাদেশ চা বাণিজ্যে নতুন সম্ভাবনা স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষার্থীদের উপবৃত্তি দিচ্ছে সরকার ৪১তম বিসিএস পুলিশ ক্যাডারের ৫ কর্মকর্তা চাকরি ছাড়লেন এসএসসি পরীক্ষার আগে শ্রেণিকক্ষে ভাঙচুর করে টিকটক ভিডিও, ৬ শিক্ষার্থী শনাক্ত চবির মূল ক্যাম্পাসে ফিরছে চারুকলা ইনস্টিটিউট, শুরু শ্রেণি কার্যক্রম আইন নিজের হাতে তুলে না নিতে নাগরিকদের প্রতি ডিএমপির আহ্বান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে প্রধান উপদেষ্টা ইউনূস ভয়াবহ চুকনগর গণহত্যা: ইতিহাসে উপেক্ষিত এক ট্র্যাজেডি

আইন নিজের হাতে তুলে না নিতে নাগরিকদের প্রতি ডিএমপির আহ্বান

সম্প্রতি কিছু ঘটনার প্রেক্ষিতে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (২০ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

 

তিনি বলেন, সোমবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ধানমন্ডি থানা পুলিশ জানতে পারে, ধানমন্ডি ৪ নম্বর সড়কের একটি বাড়িতে কয়েকজন ব্যক্তি গেট ভেঙে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করছে।

 

খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেখতে পায়, সেখানে ১৫–২০ জন ব্যক্তি উপস্থিত এবং তারা উত্তেজিত অবস্থায় বাড়িতে ঢোকার চেষ্টা করছে। পুলিশ তাদের শান্ত করতে চেষ্টা করে, কিন্তু তারা পুলিশের প্রতি উত্তেজিত ও আক্রমণাত্মক আচরণ করে। তারা মো. গোলাম মোস্তফা নামে একজনকে গ্রেফতারের জন্য চাপ দিতে থাকে।

 

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে থানায় নিয়ে যায়। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ভবিষ্যতে এমন বেআইনি কর্মকাণ্ডে জড়িত না হওয়ার শর্তে বিকেল সাড়ে ৩টায় মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

 

ডিএমপি ডিসি তালেবুর রহমান বলেন, কোনো ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকে হয়রানি করলে বা আইনের ব্যত্যয় ঘটিয়ে ব্যক্তিস্বার্থ হাসিলের চেষ্টা করলে, তাৎক্ষণিকভাবে ৯৯৯ বা নিকটস্থ থানায় জানাতে অনুরোধ করা হচ্ছে। একইসঙ্গে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে পুলিশের কাজকে সহযোগিতা করার জন্য সকলকে অনুরোধ জানানো হয়।

জনপ্রিয়

দুদকের তলবে হাজির হননি উপদেষ্টার সাবেক দুই পিও

আইন নিজের হাতে তুলে না নিতে নাগরিকদের প্রতি ডিএমপির আহ্বান

প্রকাশিত: ৫৫ মিনিট আগে

সম্প্রতি কিছু ঘটনার প্রেক্ষিতে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (২০ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

 

তিনি বলেন, সোমবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ধানমন্ডি থানা পুলিশ জানতে পারে, ধানমন্ডি ৪ নম্বর সড়কের একটি বাড়িতে কয়েকজন ব্যক্তি গেট ভেঙে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করছে।

 

খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেখতে পায়, সেখানে ১৫–২০ জন ব্যক্তি উপস্থিত এবং তারা উত্তেজিত অবস্থায় বাড়িতে ঢোকার চেষ্টা করছে। পুলিশ তাদের শান্ত করতে চেষ্টা করে, কিন্তু তারা পুলিশের প্রতি উত্তেজিত ও আক্রমণাত্মক আচরণ করে। তারা মো. গোলাম মোস্তফা নামে একজনকে গ্রেফতারের জন্য চাপ দিতে থাকে।

 

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে থানায় নিয়ে যায়। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ভবিষ্যতে এমন বেআইনি কর্মকাণ্ডে জড়িত না হওয়ার শর্তে বিকেল সাড়ে ৩টায় মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

 

ডিএমপি ডিসি তালেবুর রহমান বলেন, কোনো ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকে হয়রানি করলে বা আইনের ব্যত্যয় ঘটিয়ে ব্যক্তিস্বার্থ হাসিলের চেষ্টা করলে, তাৎক্ষণিকভাবে ৯৯৯ বা নিকটস্থ থানায় জানাতে অনুরোধ করা হচ্ছে। একইসঙ্গে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে পুলিশের কাজকে সহযোগিতা করার জন্য সকলকে অনুরোধ জানানো হয়।