সম্প্রতি কিছু ঘটনার প্রেক্ষিতে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (২০ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, সোমবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ধানমন্ডি থানা পুলিশ জানতে পারে, ধানমন্ডি ৪ নম্বর সড়কের একটি বাড়িতে কয়েকজন ব্যক্তি গেট ভেঙে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করছে।
খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেখতে পায়, সেখানে ১৫–২০ জন ব্যক্তি উপস্থিত এবং তারা উত্তেজিত অবস্থায় বাড়িতে ঢোকার চেষ্টা করছে। পুলিশ তাদের শান্ত করতে চেষ্টা করে, কিন্তু তারা পুলিশের প্রতি উত্তেজিত ও আক্রমণাত্মক আচরণ করে। তারা মো. গোলাম মোস্তফা নামে একজনকে গ্রেফতারের জন্য চাপ দিতে থাকে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে থানায় নিয়ে যায়। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ভবিষ্যতে এমন বেআইনি কর্মকাণ্ডে জড়িত না হওয়ার শর্তে বিকেল সাড়ে ৩টায় মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।
ডিএমপি ডিসি তালেবুর রহমান বলেন, কোনো ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকে হয়রানি করলে বা আইনের ব্যত্যয় ঘটিয়ে ব্যক্তিস্বার্থ হাসিলের চেষ্টা করলে, তাৎক্ষণিকভাবে ৯৯৯ বা নিকটস্থ থানায় জানাতে অনুরোধ করা হচ্ছে। একইসঙ্গে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে পুলিশের কাজকে সহযোগিতা করার জন্য সকলকে অনুরোধ জানানো হয়।