প্রায় ৮০ দিন অবরুদ্ধ রাখার পর ফিলিস্তিনের গাজা উপত্যকায় যৎসামান্য ত্রাণ প্রবেশ করতে দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। উপত্যকায় বসবাসকারী ১৯ লাখেরও বেশি ফিলিস্তিনির জন্য সোমবার মাত্র ৯টি ত্রাণবাহী ট্রাককে প্রবেশ করতে দেওয়া হয়েছে।
ইসরায়েলের সংবাদমাধ্যম আর্মি রেডিওকে এ তথ্য নিশ্চিত করেছেন আইডিএফের সরকারি কার্যক্রম সমন্বয় বিভাগের প্রধান ঘাসান এলিয়ান। আর্মি রেডিওকে তিনি বলেছেন, “আজ সোমবার গাজায় শিশুখাদ্য ও ত্রাণসামগ্রীবাহী ৯টি ট্রাক প্রবেশ করতে দেওয়া হয়েছে। গাজায় প্রবেশের আগে আমরা গাড়িগুলো ভালোভাবে পরীক্ষা করেছি।”
তিনি আরও জানিয়েছেন, ত্রাণবাহী এসব ট্রাক প্রথমে গাজার আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের গুদামে যাবে। সেখানে মালপত্র খালাস হওয়ার পর জাতিসংঘ ও রেডক্রসের তত্ত্বাবধানে এগুলো বিতরণ করা হবে।