চাঁদপুর শহরের নতুন বাজার এলাকায় পৌরসভার ড্রেনে জমে থাকা গ্যাস বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে মা তন্নী আক্তার (৩৫), ছেলে রোহান (৮) ও আরেক শিশু মোঃ. রাহিম (৮) আহত হয়েছে।
রোববার (১৮ মে) দুপুর ১টার দিকে কদমতলা পৌরসভার কমিউনিটি হলের পূর্ব পাশের প্রধান সড়কের ড্রেনে এই দুর্ঘটনা ঘটে।
আহত তন্নী আক্তার শহরের গুনরাজদী এলাকার ইমরুল আহমেদ এর স্ত্রী। আহত রোহান ওই এলাকার বেগম মসজিদ দারুল ইমাম মাদ্রাসা ইকরা বিভাগের ছাত্র।
অপর আহত শিশু রাহিম গুনরাজদী এলাকার মো. হান্নানের ছেলে। সে একই মাদ্রাসায় একই বিভাগে ছাত্র।
স্থানীয়রা জানায়, মাদ্রাসা ছুটি হওয়ার পর মা ছেলে এবং ওই শিশু ঘটনাস্থল দিয়ে হেঁটে যাচ্ছিল। ওই সময় হঠাৎ করে পৌরসভার ড্রেনে বায়ো গ্যাস বিস্ফোরণ ঘটে। এতে তারা ৩ জনেই কম বেশি আহত হয়।
তাৎক্ষণিক স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সৈয়দ আহমেদ কাজল জানান, আহত মা ছেলে দুই জনকে ভর্তি দেয়া হয়েছে এবং পর্যযবেক্ষনের জন্য রাখা হয়েছে। আর আহত অপর শিশুকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এদিকে ঘটনার পর চাঁদপুর পৌরসভার প্রশাসক গোলাম জাকারিয়া সহ ওরও কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন ।