মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিকে প্রত্যাখ্যান করে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরান কখনোই কোনো হুমকির সামনে মাথানত করবে না। বুধবার (১৪ মে) রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি এসব কথা বলেন। এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
পেজেশকিয়ান বলেন, “ট্রাম্প ভাবছেন এখানে এসে স্লোগান দিলে আমরা ভয় পাবো? আমরা ভয় পাই না। শুয়ে মরে যাওয়ার চেয়ে বীর হয়ে শহিদ হওয়া আমাদের জন্য গর্বের।”
তিনি আরও বলেন, “আপনি (ট্রাম্প) আমাদের ভয় দেখাতে এসেছেন? আমরা কোনো চাপ বা হুমকির কাছে মাথানত করবো না।”
এর আগে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত জিসিসি সম্মেলনে ট্রাম্প বলেন, “আমি ইরানের সঙ্গে একটি চুক্তি চাই। তবে শর্ত হলো, ইরানকে সন্ত্রাসে সহায়তা বন্ধ করতে হবে, প্রক্সি যুদ্ধ থামাতে হবে এবং পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা সম্পূর্ণভাবে পরিত্যাগ করতে হবে। না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
এই মন্তব্যের পরপরই ইরানের প্রেসিডেন্ট তার দেশের অবস্থান স্পষ্ট করেন। তিনি জানান, ইরান শান্তিপূর্ণ আলোচনায় প্রস্তুত, তবে তা হবে সম্মান বজায় রেখে এবং কোনো ভয়ভীতি বা শর্তের ভিত্তিতে নয়।
এদিনই যুক্তরাষ্ট্র ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে জড়িত ছয় ব্যক্তি ও ১২টি প্রতিষ্ঠানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে।
উল্লেখ্য, ২০১৫ সালে ইরান ও বিশ্ব শক্তিগুলোর মধ্যে স্বাক্ষরিত পরমাণু চুক্তি ট্রাম্প ২০১৮ সালে প্রেসিডেন্ট থাকাকালে একতরফাভাবে বাতিল করেন। এরপর থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। বর্তমানে ওমানের মধ্যস্থতায় দুই দেশ পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে, তবে এখনো কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি।