ঢাকা থেকে খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের একটি বগি শুক্রবার (৯ মে) রাত ৯টা ৫ মিনিটে ফরিদপুরের ভাঙ্গা জংশন এলাকায় লাইনচ্যুত হয়। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ঢাকা-খুলনা, বেনাপোল ও রাজবাড়ী-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
ভাঙ্গা রেল জংশনের সহকারী স্টেশন মাস্টার সুমন বাড়ৈ জানান, ট্রেনটি ভাঙ্গা জংশন ছাড়ার পর ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে এবং একটি লাইন থেকে অন্য লাইনে চলে যায় ইঞ্জিন ও লাগেজ ভ্যান।
রাজবাড়ী রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী মো. হুমায়ুন কবীর জানান, লাইনচ্যুত কোচ উদ্ধারে রাজবাড়ী থেকে উদ্ধারকারী ট্রেন ও রেলের কর্মকর্তারা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। দ্রুত রেল যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা চলছে।
ভাঙ্গা বামনকান্দা জংশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ খায়রুজ্জামান সিকদার জানান, যাত্রীরা সবাই নিরাপদে আছেন এবং উদ্ধার কাজ চলছে।