সুন্দরবন পশ্চিম বিভাগের সাতক্ষীরা রেঞ্জের মান্দারবাড়ি টহল ফাঁড়ি এলাকা দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ৭৮ জনকে পুশইন করেছে।
কোস্টগার্ড সূত্রে জানা গেছে, পুশইন করা ব্যক্তিদের সবাইকে ভারতের গুজরাট থেকে ধরে আনা হয়।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মাদার নদী পাড়ি দিয়ে প্রথমে ৫৩ জন এবং পরে আরও ২৫ জনকে মান্দারবাড়িয়া টহল ফাঁড়িতে রেখে যায় বিএসএফ।
তিনি আরও বলেন, টহল ফাঁড়িটি গহীন জঙ্গলে অবস্থিত এবং প্রচলিত আইন অনুযায়ী এসব ব্যক্তিকে শ্যামনগর থানায় সোপর্দ করা হবে।