নারায়ণগঞ্জে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ব্লকেডের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়। শুক্রবার (৯ মে) রাত সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত সাইনবোর্ড এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভকারীরা এ কর্মসূচি পালন করেন।
বিক্ষোভের ফলে মহাসড়কে প্রায় পাঁচ কিলোমিটারজুড়ে যানজট সৃষ্টি হয়, যার কারণে ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন শ্রমিকরা।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেন। প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনকারীরা আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়ে দলটির নিবন্ধন বাতিলের দাবি জানান এবং দফায় দফায় মিছিল ও স্লোগানে মহাসড়ক মুখরিত করেন।
বিক্ষোভের সময় যানবাহন আটকে দেওয়ায় যাত্রীদের সঙ্গে আন্দোলনকারীদের বাগবিতণ্ডাও হয়। পরে হাইওয়ে ও থানা পুলিশের আশ্বাসে রাত ১১টার পর ব্লকেড তুলে নেন তারা।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম জানান, আন্দোলনকারীদের বোঝালে তারা শান্তিপূর্ণভাবে সড়ক থেকে সরে যান।