কাপ্তাইয়ে ফেরিঘাট ড্রেজিংয়ের জন্য আগামী ১৩ থেকে ১৮ মে পর্যন্ত চন্দ্রঘোনা ঘাটে ফেরি চলাচল বন্ধ থাকবে। বৃহস্পতিবার রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফেরি চলাচল স্বাভাবিক রাখতে ড্রেজিংয়ের জন্য এই নৌরুট ১৩ মে ভোর ৬টা থেকে ১৮ মে রোববার পর্যন্ত সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। এ সময়ে যাত্রী ও যানবাহনকে বিকল্প হিসেবে চট্টগ্রাম-রাঙ্গুনিয়া-পদুয়া-সুখবিলাশ সড়ক ব্যবহার করতে বলা হয়েছে।
রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা জানান, নাব্য সংকটে চন্দ্রঘোনা ঘাটে ফেরি চলাচলে সমস্যা হচ্ছে। বিশেষ করে ভাটার সময় ফেরি ঘাটে ভিড়তে পারে না, ফলে জনভোগান্তি হয়। নদীর তলদেশে সঞ্চিত পলি অপসারণ করতে ফেরিঘাট ও আশপাশে ড্রেজিং করা হবে।
ড্রেজিং শেষে ফেরি চলাচল স্বাভাবিকভাবে চালু হবে। বর্তমানে রাঙামাটি থেকে রাজস্থলী উপজেলা ও বান্দরবান জেলার যানবাহন ছাড়াও চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন এলাকার যান এই ফেরি ব্যবহার করে।