ঢাকা , সোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
বাংলাদেশের অর্থনৈতিক উন্নতিতে সন্তুষ্ট এডিবি: অর্থ উপদেষ্টা কোরবানির পশুর চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ চলতি বছর ২০০ টন বীজধান উৎপাদনের লক্ষ্য বাকৃবির দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে দাঁড়াল ২৭.৩৫ বিলিয়ন ডলার দ্বৈত নাগরিকত্বের আবেদন ১৬ মে থেকে সম্পূর্ণ অনলাইনে হাসনাত আব্দুল্লাহর ওপর হামলায় নিন্দা জামায়াত আমিরের ফেনীতে কিশোরদের অপরাধের অভিযোগে দুই মাকে নাকে খত দিতে বাধ্য, অভিযুক্ত বিএনপি নেতা সিরাজগঞ্জে দুইজনকে পাঁচ মাস আটকে রাখার ঘটনায় আরাফাতের দুই দিনের রিমান্ড মঞ্জুর হাসনাত আবদুল্লাহর ওপর হামলার ঘটনায় গাজীপুরে আটক ৪ জন হাসনাত আবদুল্লাহর ওপর হামলার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ

হালিশহরে সোয়া ৪ কোটি টাকার বিদেশি মদ ও বিয়ারের চালান জব্দ

নগরীর হালিশহর এলাকা থেকে প্রায় সোয়া ৪ কোটি টাকা মূল্যের বিদেশি মদ ও বিয়ারের চালান আটক করেছে কোস্ট গার্ডের পূর্ব জোন। গতকাল হালিশহরের ডগির খাল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব বিদেশি মদ ও বিয়ার আটক করা হয়।

 

কোস্ট গার্ড পূর্ব জোনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের আভিযানিক দল নগরীর হালিশহরের ডগির খাল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

 

 

অভিযান চলাকালে কয়েকজনকে একটি ডেনিশ বোট থেকে সন্দেহজনক কিছু বস্তা নামাতে দেখা যায়। এ সময় তাদের থামার সংকেত দিলে তারা বোট এবং বস্তাগুলো জঙ্গলে ফেলে প্যারাবন দিয়ে পালিয়ে যায়। পরে বোট এবং খালের পার্শ্ববর্তী জঙ্গলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় আনুমানিক ৪ কোটি ১৫ লাখ ১৩ হাজার টাকা মূল্যের ৩৩০ এমএল সাইজের হাইনিকেন অরিজিনাল বিয়ার ১ হাজার ৫৬ পিস, ১ হাজার এমএল সাইজের পাসপোর্ট স্কচ ৩০০ পিচ, ১ হাজার এমএল সাইজের রেড লেভেল ২৫০ পিস, ১ হাজার এমএল সাইজের হান্ড্রেড পাইপার্স ৩৪৭ পিস মদ এবং ৪ বোতল টুইন ভ্যালি অলিভ ওয়েল উদ্ধার করা হয়। মাদক পাচার রোধকল্পে কোস্ট গার্ডের এরূপ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

জনপ্রিয়

বাংলাদেশের অর্থনৈতিক উন্নতিতে সন্তুষ্ট এডিবি: অর্থ উপদেষ্টা

হালিশহরে সোয়া ৪ কোটি টাকার বিদেশি মদ ও বিয়ারের চালান জব্দ

প্রকাশিত: ৯ ঘন্টা আগে

নগরীর হালিশহর এলাকা থেকে প্রায় সোয়া ৪ কোটি টাকা মূল্যের বিদেশি মদ ও বিয়ারের চালান আটক করেছে কোস্ট গার্ডের পূর্ব জোন। গতকাল হালিশহরের ডগির খাল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব বিদেশি মদ ও বিয়ার আটক করা হয়।

 

কোস্ট গার্ড পূর্ব জোনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের আভিযানিক দল নগরীর হালিশহরের ডগির খাল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

 

 

অভিযান চলাকালে কয়েকজনকে একটি ডেনিশ বোট থেকে সন্দেহজনক কিছু বস্তা নামাতে দেখা যায়। এ সময় তাদের থামার সংকেত দিলে তারা বোট এবং বস্তাগুলো জঙ্গলে ফেলে প্যারাবন দিয়ে পালিয়ে যায়। পরে বোট এবং খালের পার্শ্ববর্তী জঙ্গলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় আনুমানিক ৪ কোটি ১৫ লাখ ১৩ হাজার টাকা মূল্যের ৩৩০ এমএল সাইজের হাইনিকেন অরিজিনাল বিয়ার ১ হাজার ৫৬ পিস, ১ হাজার এমএল সাইজের পাসপোর্ট স্কচ ৩০০ পিচ, ১ হাজার এমএল সাইজের রেড লেভেল ২৫০ পিস, ১ হাজার এমএল সাইজের হান্ড্রেড পাইপার্স ৩৪৭ পিস মদ এবং ৪ বোতল টুইন ভ্যালি অলিভ ওয়েল উদ্ধার করা হয়। মাদক পাচার রোধকল্পে কোস্ট গার্ডের এরূপ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।