স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে স্টিকারবিহীন এবং মেয়াদোত্তীর্ণ স্টিকারযুক্ত সব যানবাহনের বাংলাদেশ সচিবালয়ে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) মন্ত্রণালয়ের পরিচালক (জনসংযোগ) ফয়সল হাসান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, এ বিষয়ে গত সপ্তাহে সব মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিবদের কাছে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে জানানো হয়, সচিবালয়ে প্রবেশের জন্য ইস্যুকৃত আয়তাকার স্টিকার মেয়াদোত্তীর্ণ হলে তা পরিবর্তন করে নতুন গোলাকার স্টিকার সংগ্রহ করতে হবে। নিয়ম লঙ্ঘন করলে কোনো যানবাহনই সচিবালয়ে প্রবেশ করতে পারবে না।