ইসলামিক ফাউন্ডেশন ৪৩টি ভিন্ন পদে ৩৬৩ জন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে, যেখানে দাওরায়ে হাদিস পাস ও অষ্টম শ্রেণি পাসকে একই স্তরে রাখা হয়। এ ঘটনায় কওমি মাদরাসার শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।
মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে প্রতিষ্ঠানটির মহাপরিচালক আঃ ছালাম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নিয়োগ কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত জানানো হয়। তিনি বলেন, আলেমদের সম্মান করাই আমাদের উদ্দেশ্য। বিষয়টি পুনর্বিবেচনার পর পরবর্তী সিদ্ধান্ত ওয়েবসাইট ও গণমাধ্যমে জানানো হবে।