নেত্রকোনার দুর্গাপুরে বন্ধুকে নিষিদ্ধ ছাত্রলীগের ট্যাগ লাগিয়ে পুলিশে ধরিয়ে দিয়ে তার প্রেমিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে বিরিশিরি এলাকার রংধনু রিসোর্টে এ ঘটনা ঘটে। ধর্ষণের অভিযোগে তাকে গ্রেফতার করেছে পুলিশ এবং ছাত্রদল থেকেও বহিষ্কার করা হয়েছে।
ভুক্তভোগী তরুণী ঢাকার একটি কলেজের শিক্ষার্থী এবং তার প্রেমিক মুন্না মিয়া নেত্রকোনার আবু আব্বাস কলেজের ছাত্র। প্রেমিকের সঙ্গে রিসোর্টে ওঠার পর, মুন্না খাবার আনতে বের হলে দুর্জয় তাকে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত বলে পুলিশে ধরিয়ে দেয়। এরপর পুলিশি তৎপরতার সুযোগে দুর্জয় রিসোর্টে গিয়ে তরুণীকে ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে।
পুলিশ জানায়, তরুণীর চিৎকার শুনে কক্ষ থেকে দুর্জয়কে হাতেনাতে আটক করা হয়। মামলার পর দুর্জয়কে বুধবার আদালতে হাজির করা হবে। ছাত্রদলও তাকে সংগঠন থেকে বহিষ্কার করেছে।